অনাস্থা প্রস্তাব খারিজ সংক্রান্ত সংসদীয় কার্যবিবরণীর রেকর্ড চেয়েছে পাক সুপ্রিম কোর্ট
https://parstoday.ir/bn/news/world-i106174-অনাস্থা_প্রস্তাব_খারিজ_সংক্রান্ত_সংসদীয়_কার্যবিবরণীর_রেকর্ড_চেয়েছে_পাক_সুপ্রিম_কোর্ট
পাকিস্তানের জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করার বিষয়ে সংসদীয় কার্যবিবরণীর রেকর্ড চেয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৫, ২০২২ ১৭:২৪ Asia/Dhaka
  • পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল
    পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল

পাকিস্তানের জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করার বিষয়ে সংসদীয় কার্যবিবরণীর রেকর্ড চেয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

আজ (মঙ্গলবার) পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ এই নির্দেশনা দিয়েছে। আজ দিনের শুরুতে পাকিস্তানের বিরোধীদলগুলো দায়ের করা মামলার শুনানি শেষে পাক সুপ্রিম কোর্ট এ নির্দেশনা দেয়।

প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর গত ৩ এপ্রিল ভোটাভুটি হওয়ার কথা ছিল কিন্তু জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি ওই অনাস্থা প্রস্তাবকে সংবিধানের ৫ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক আখ্যা দিয়ে তা খারিজ করে দেন। এরপর প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে প্রেসিডেন্ট আরিফ আলভী সংসদ ভেঙে দেন এবং তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেন।

পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও জাতীয় সংসদ

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মুসলিম লীগসহ বিরোধীদলগুলো পাকিস্তান জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের এবং প্রেসিডেন্টের সিদ্ধান্ত মেনে নিতে পারে নি। ফলে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং এ নিয়ে আজ দ্বিতীয় দিনের মতো শুনানি হলো। 

চলমান ঘটনাবলীতে পাকিস্তানের রাজনীতি গভীর সংকটের মধ্যে পড়েছে এবং সুপ্রিম কোর্টের রায়ের ওপর সেই সংকট সমাধানের অনেক কিছু নির্ভর করছে।#

পার্সটুডে/এসআইবি/৫