মস্কোর হুঁশিয়ারি
আমেরিকা ও ন্যাটোর অস্ত্র বোঝাই পরিবহনে হামলা চালাবে রাশিয়া
-
রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ
রাশিয়া বলেছে, ইউক্রেন অভিমুখে আমেরিকা এবং ন্যাটো জোটের পাঠানো অস্ত্রের চালান মস্কোর জন্য বৈধ লক্ষ্যবস্তু। রাশিয়া সতর্ক করে আরো বলেছে, রাশিয়ার সামরিক বাহিনী পশ্চিমা হুমকির মুখে পড়লে তার কঠিন জবাব দেয়া হবে।
গতকাল বুধবার বার্তা সংস্থা তাস-কে দেয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ একথা বলেন। তিনি বলেন, “আমরা সতর্ক করছি যে, আমেরিকা এবং ন্যাটো জোটের যেসব গাড়ি ইউক্রেনের জন্য অস্ত্র বহন করে নিয়ে যাবে মস্কো সেগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে।”
সের্গেই ল্যাভরভ আরো বলেন, “আমরা আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি যে, ইউক্রেনে রাশিয়া যে সামরিক অভিযান চালাচ্ছে তাকে বাধাগ্রস্ত করার যেকোনো প্রচেষ্টা কঠিনভাবে দমন করা হবে।
এদিকে, গতকালই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনে রাশিয়া গণহত্যা চালাচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তা গ্রহণযোগ্য নয়।#
পার্সটুডে/এসআইবি/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।