এপ্রিল ১৯, ২০২২ ১১:৪৫ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস
    মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস

ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছে আমেরিকা। তবে ভিয়েনা আলোচনায় অচলাবস্থা কাটানোর জন্য যখন সবাই আমেরিকার রাজনৈতিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে তখন ওয়াশিংটন দাবি করেছে, ইরানের কারণে ভিয়েনায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত বছরের এপ্রিল থেকে শুরু হওয়া আলোচনা গত ১১ মার্চ পর্যন্ত চলে। ওইদিন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল আলোচনা স্থগিত রাখার কথা ঘোষণা করে বলেন, সবগুলো দেশের কূটনীতিকরা প্রয়োজনীয় শলাপরামর্শের জন্য নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন। এরপর কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমে পাশ্চাত্যের সঙ্গে ইরানের মতপার্থক্য আরো কমে আসার খবর প্রকাশিত হয়। কিন্তু পরমাণু সমঝোতা লঙ্ঘনের জন্য প্রধান দায়ী আমেরিকা এখন পর্যন্ত ইরানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে রাজি না হওয়ায় অচলাবস্থা কাটছে না।

এ অবস্থায় মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস সোমবার এক সংবাদ সম্মেলনে দাবি করেন, আমেরিকা পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে আসতে প্রস্তুত রয়েছে। নেড প্রাইস বলেন, ইরান যদি পরমাণু সমঝোতার বাইরে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় তাহলে আমরাও এই সমঝোতার বাইরে আমাদের আরো যেসব দাবি আছে সেসব নিয়ে আলোচনা করতে চাই।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

তিনি এমন সময় এ দাবি তুললেন যখন ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ইরানের পরমাণু কর্মসূচি ছাড়া এদেশের অন্য কোনো বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে আমেরিকা এখন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর ইরানের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে তেহরানের সঙ্গে আলোচনা করতে চায়।

কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে, পরমাণু সমঝোতায় ইরানের পরমাণু কর্মসূচি ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা হবে না। এছাড়া, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে সম্প্রতি বলেছেন, আমেরিকার গড়িমসির কারণে ভিয়েনা সংলাপ আবার শুরু করা বা কোনো চুক্তি স্বাক্ষর করা যাচ্ছে না।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ