কেউ পরমাণু যুদ্ধ চায় না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i107198-কেউ_পরমাণু_যুদ্ধ_চায়_না_মার্কিন_প্রতিরক্ষামন্ত্রী
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, বিশ্বের কেউ পরমাণু যুদ্ধ দেখতে চায় না। এটি এমন এক যুদ্ধ যাতে সব পক্ষ ক্ষতির মুখে পড়বে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৭, ২০২২ ১৫:৫২ Asia/Dhaka
  • লয়েড অস্টিন
    লয়েড অস্টিন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, বিশ্বের কেউ পরমাণু যুদ্ধ দেখতে চায় না। এটি এমন এক যুদ্ধ যাতে সব পক্ষ ক্ষতির মুখে পড়বে।

গতকাল (মঙ্গলবার) জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে সাংবাদিকদের এসব কথা বলেন পেন্টাগন প্রধান। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তার একদিন আগে বলেছেন, ইউরোপ অঞ্চলে পরমাণু যুদ্ধ শুরুর উল্লেখযোগ্য ঝুঁকি রয়েছে। এজন্য তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সম্প্রতি পরমাণু ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া

ল্যাভরভ আরো বলেন, পরমাণু যুদ্ধের ঝুঁকিকে খাটো করে দেখা উচিত হবে না বরং মারাত্মক বিপদ রয়েছে। একইসঙ্গে তিনি এও বলেছেন যে, ইউক্রেনে পশ্চিমা দেশগুলো সম্মিলিতভাবে যে অস্ত্র ঢালছে তা প্রকৃতপক্ষে আগুনে ঘি ঢালার মতো অবস্থা। ইউক্রেন ন্যাটো সামরিক জোট প্রক্সি যুদ্ধে লিপ্ত বলেও তিনি মন্তব্য করেন।

ইউরোপের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে লয়েড অস্টিন সাংবাদিকদের বলেন, “অন্যরা পরমাণু যুদ্ধের বিষয়ে যে হুঁশিয়ারি দিচ্ছেন তা বিপজ্জনক এবং সহযোগিতাপূর্ণ নয়। এটি এমন বক্তব্য যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।”#

পার্সটুডে/এসআইবি/২৭