রুশ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য
‘এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার মার্কিন আকাঙ্ক্ষা থেকে ইউক্রেন সংকট সৃষ্টি’
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ার ব্যাপারে আমেরিকার যে আকাঙ্ক্ষা রয়েছে তার কারণেই ইউক্রেনের চলমান সঙ্কট সৃষ্টি হয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে দেয়া সাক্ষাৎকারে ল্যাভরভ এই মন্তব্য করেন। তার এ সাক্ষাৎকার আজ (শনিবার) প্রকাশিত হয়েছে।
সের্গেই ল্যাভরভ বলেন, আমেরিকা এবং ন্যাটো সামরিক জোট সময় রাশিয়ার লাগাম টেনে ধরার জন্য ইউক্রেনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার জন্য ন্যাটো সামরিক জোটকে পূর্ব দিকে বিস্তৃত করার প্রচেষ্টা চালিয়েছে। কয়েক বছর ধরে তারা ইউক্রেনের জনগণের ভেতরে রাশিয়া-বিরোধী মনোভাব গড়ে তোলার চেষ্টা করেছে এবং পশ্চিমা ও রাশিয়ার মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে ইউক্রেনবাসীকে বাধ্য করেছে। এসব কারণে মস্কো ইউক্রেনে সামরিক অভিযান চালাতে বাধ্য হয়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলো ২০১৪ সালে অসাংবিধানিকভাবে ইউক্রেনে একটি ক্যু সংগঠিত করে যার কারণে ইউক্রেনে অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত সৃষ্টি হয় যা আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা মীমাংসার চেষ্টা করে নি বরং ইক্রেনকে রাশিয়া-বিরোধী আগ্রাসী ভূমিকায় ঠেলে দিয়েছে। এছাড়া, রাশিয়া ২০২১ সালের ডিসেম্বরে নিরাপত্তার গ্যারান্টি চেয়ে আমেরিকা ও ন্যাটো জোটের কাছে প্রস্তাব দিয়েছিল; সেই প্রস্তাবও তারা গ্রহণ করে নি।
সাক্ষাৎকারে ল্যাভরভ আরো বলেন, রাশিয়া শান্তিপূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ, সমৃদ্ধ এবং বন্ধুসুলভ ইউক্রেনকে দেখতে আগ্রহী। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে শতাব্দীকালের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও পারিবারিক বন্ধন রয়েছে তার পুনর্বহাল দেখতে চায় মস্কো।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সরাসরি অভিযোগ করেন- পশ্চিমা দেশগুলোর নীতি হচ্ছে উসকানি সৃষ্টি করা এবং শান্তি প্রক্রিয়ায় বাধা দেয়া। তারাই অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে কিয়েভকে সাহস যোগাচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/৩০