ইউরোপের ১০ দেশ গোপনে রাশিয়ার কাছ থেকে রুবলে গ্যাস কিনছে
https://parstoday.ir/bn/news/world-i107410-ইউরোপের_১০_দেশ_গোপনে_রাশিয়ার_কাছ_থেকে_রুবলে_গ্যাস_কিনছে
ইউরোপীয় ইউনিয়নভুক্ত বহু দেশের নেতারা প্রকাশ্যে যদিও বলছেন যে, তারা রাশিয়ার কাছ থেকে রুবলে গ্যাস কিনবেন না কিন্তু প্রকৃতপক্ষে তারা গোপনে রাশিয়ার মুদ্রাতেই গ্যাস কিনছেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ গার্জেলি গুলিয়াস গতকাল রোববার এক রেডিও অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ০২, ২০২২ ১৩:৪০ Asia/Dhaka
  • রুবলের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করতে হবে বলে রুশ প্রেসিডেন্ট পুতিন ডিক্রি জারি করেছেন
    রুবলের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করতে হবে বলে রুশ প্রেসিডেন্ট পুতিন ডিক্রি জারি করেছেন

ইউরোপীয় ইউনিয়নভুক্ত বহু দেশের নেতারা প্রকাশ্যে যদিও বলছেন যে, তারা রাশিয়ার কাছ থেকে রুবলে গ্যাস কিনবেন না কিন্তু প্রকৃতপক্ষে তারা গোপনে রাশিয়ার মুদ্রাতেই গ্যাস কিনছেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ গার্জেলি গুলিয়াস গতকাল রোববার এক রেডিও অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইউরোপের যে সমস্ত দেশ রুবলের মাধ্যমে রাশিয়া থেকে গ্যাস কিনছে সেসব দেশের নেতারা প্রকাশ্যে তা স্বীকার করছেন না শুধুমাত্র ভালো ইউরোপীয় হওয়ার জন্য। গুলিয়াস জানান, রাশিয়ার গজপ্রম ব্যাংকে তার দেশ একটি ইউরোর অ্যাকাউন্ট খুলেছে; এই অ্যাকাউন্টের মাধ্যমে তারা রাশিয়াকে রুবলে জ্বালানির মূল্য পরিশোধ করবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘অবন্ধুসুলভ’ দেশগুলোকে গ্যাসের দাম পরিশোধের জন্য রুবেল ব্যবহার করতে হবে বলে যে ডিক্রি জারি করেছেন এই ব্যবস্থার মাধ্যমে তা পূরণ করা সহজ।

হাঙ্গেরির ওই কর্মকর্তা বলেন, তারা যে সিস্টেমে রাশিয়াকে গ্যাসের মূল্য পরিশোধ করছেন, একই সিস্টেমে ইউরোপীয় ইউনিয়নের নয়টি দেশ মূল্য পরিশোধ করছে। এ ব্যাপারে কারো মনে কোনো রকমের সন্দেহ থাকার কারণ নেই। কিন্তু তারা কেউ এ কথা প্রকাশ্যে স্বীকার করবে না শুধুমাত্র ভালো ইউরোপীয় হওয়ার জন্য।

তবে কোন কোন দেশ রাশিয়ার কাছ থেকে রুবলের বিনিময়ে গ্যাস কিনছে তার নাম তিনি উল্লেখ করেন নি। এর আগে গত সপ্তাহে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের ১০ দেশ রাশিয়াকে গ্যাসের মূল্য রুবলের মাধ্যমে পরিশোধ করার জন্য গজপ্রম ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে এবং এরইমধ্যে চারটি দেশ রুবলের এর মাধ্যমে রাশিয়াকে গ্যাসের মূল্য পরিশোধ করা শুরু করেছে।#

পার্সটুডে/এসআইবি/২