হিটলার ইহুদি রক্তের: নতুন বিবৃতি রাশিয়ার, অবস্থান বদলাননি ল্যাভরভ
(last modified Tue, 03 May 2022 13:44:10 GMT )
মে ০৩, ২০২২ ১৯:৪৪ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়
    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়

দখলদার ইসরাইলের সঙ্গে উত্তেজনার মধ্যেই তেল আবিবের সমালোচনা করে আবারও বিবৃতি দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনে নব্য নাৎসিদের প্রতি সমর্থন দিচ্ছে ইসরাইল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদের মন্তব্য হচ্ছে ইতিহাস বিরোধী। মস্কো আবারও ল্যাভরভের আগের বক্তব্যের ওপর জোর দিয়ে বলেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইহুদি বলে ঐ দেশটি নব্য নাৎসিদের মাধ্যমে পরিচালিত হতে পারে না- এ কথা সঠিক নয়।

জার্মানির  নাৎসি নেতা অ্যাডলফ হিটলার ইহুদি রক্তের ছিলেন বলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যে মন্তব্য করেছেন তাতে ভীষণ ক্ষুব্ধ হয়েছে দখলদার ইসরাইল। এরপরই ইহুদিবাদী নেতাদের পক্ষ থেকে একের পর এক বক্তব্য আসছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রীকে এ বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেছেন ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও স্পষ্ট ভাষায় বলেছে, ইউক্রেনে নব্য নাৎসিদের প্রতি ইসরাইলের সমর্থন রয়েছে।

ঘটনার শুরু একটি টিভি অনুষ্ঠানকে ঘিরে। রোববার ইতালিয় টিভি অনুষ্ঠানে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের কাছে জানতে চাওয়া হয়, ইহুদি প্রেসিডেন্টের দেশ ইউক্রেনকে কীভাবে রাশিয়া নাৎসিমুক্ত করবে? জবাবে ল্যাভরভ বলেন, ‘জেলেনস্কি ইহুদি তাতে কী হয়েছে? এর মানে এই নয় যে ইউক্রেনে নাৎসি উপাদান নেই। আমি মনে করি, হিটলারও ইহুদি রক্তের ছিলেন।’

এরপর ফিলিস্তিন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেছেন, ‘এই মিথ্যাচার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোকে আড়াল করে ইহুদিদের ওপরই উল্টো দায় চাপানোর নামান্তর।' #

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ