রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপে একমত হতে পারে নি ইইউ
https://parstoday.ir/bn/news/world-i108018-রাশিয়ার_তেলের_ওপর_নিষেধাজ্ঞা_আরোপে_একমত_হতে_পারে_নি_ইইউ
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো রাশিয়া থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হতে পারে নি। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এ তথ্য জানিয়েছেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৬, ২০২২ ১৮:৩৬ Asia/Dhaka
  • রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপে একমত হতে পারে নি ইউরোপীয় ইউনিয়ন
    রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপে একমত হতে পারে নি ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো রাশিয়া থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হতে পারে নি। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এ তথ্য জানিয়েছেন। 

রাশিয়া থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠকে বসে কিন্তু হাঙ্গেরির নেতৃত্বে কয়েকটি দেশ নিষেধাজ্ঞা আরোপ করতে বাধা সৃষ্টি করে।

১০ দিন ধরে আলাপ আলোচনা শেষে আজ নিষেধাজ্ঞা দিতে ব্যর্থ হলেও চলতি সপ্তাহের শেষ নাগাদ একটি চুক্তিতে পৌঁছাতে পারবে বলে আশা করছে ইউরোপীয় ইউনিয়ন।

জোসেপ বোরেল সাংবাদিকদের বলেন, "আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালাব। আমিও আপনাদের নিশ্চিত করতে পারি যে, রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ হতে যাচ্ছে কারণ এর পক্ষে যুক্তি যথেষ্ট জোরালো।”

জোসেপ বোরেল

এর আগে ইউরোপীয় ইউনিয়ন পাঁচবার বিভিন্ন খাতে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং এটি হচ্ছে ষষ্ঠ দফার নিষেধাজ্ঞা প্যাকেজ। জোসেপ বোরেল স্বীকার করেন, ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি সদস্য রাষ্ট্র প্রকৃতপক্ষেই জটিল অবস্থার মুখোমুখি রয়েছে কারণ তারা ভূমিবেষ্টিত দেশ হওয়ার কারণে রাশিয়ার পাইপ লাইনের মাধ্যমে আনা তেল ও গ্যাসের ওপর তাদের একমাত্র ভরসা।

হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া এবং বুলগেরিয়াসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো অনেক বেশি মাত্রায় রাশিয়ার তেলের উপর নির্ভরশীল। তারা বারবার নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলে এসেছে। হাঙ্গেরি সরকার বলছে, রাশিয়ার তেল-গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দেয়া হলে তাদের অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে যাবে।

গত সপ্তাহে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো পরিষ্কার করে বলেছেন, রাশিয়ার তেলের বিকল্প কোনো ব্যবস্থা ইউরোপীয় ইউনিয়ন করতে না পারার কারণে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হওয়া সম্ভব নয়।#

পার্সটুডে/এসআইবি/১৬