ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের অন্তর্ভুক্তি ইস্যুতে যে শর্ত দিল তুরস্ক
(last modified Wed, 18 May 2022 12:36:57 GMT )
মে ১৮, ২০২২ ১৮:৩৬ Asia/Dhaka
  • ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের অন্তর্ভুক্তি ইস্যুতে যে শর্ত দিল তুরস্ক

সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটোর সদস্য হতে হলে তুরস্কের শর্ত মানতে হবে। রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, সুইডেন ও ফিনল্যান্ডকে শর্ত দিয়েছে তুরস্ক সরকার।

আঙ্কারা বলেছে, তুরস্কের সম্মতি পেতে হলে অস্ত্র রপ্তানি ক্ষেত্রে সীমাবদ্ধতার অবসান ঘটাতে  হবে এবং রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় আঙ্কারার উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা প্রত্যাহার করতে হবে।

 তুরস্ক মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য হওয়া সত্ত্বেও সব সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্য সদস্যগুলোর পক্ষ থেকে নিষেধাজ্ঞা ও চাপের মুখে ছিল। এ কারণে তুরস্কের জনগণ ন্যাটোর সদস্য হিসেবে থাকার বিরোধী।

প্রথমে ফিনল্যান্ড এবং তারপর সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটো জোটে যোগ দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করার পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেন, তারা ঐ দুই দেশের ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টার বিরোধিতা করবেন।

১৯৪৯ সালে প্রতিষ্ঠিত ন্যাটো জোটে ১৯৫২ সালে যোগ দেয় তুরস্ক। মার্কিন নেতৃত্বাধীন এই জোটে নতুন সদস্য গ্রহণের ক্ষেত্রে প্রতিটি দেশের সম্মতির প্রয়োজন হয়। সেক্ষেত্রে এই জোটে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তির বিরোধিতা করার ক্ষেত্রে ভেটো ক্ষমতা প্রয়োগ করার সুযোগ পাবে তুরস্ক।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ