ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করার জন্য তাড়াহুড়া নেই: ইইউ
https://parstoday.ir/bn/news/world-i109436
ইউরোপীয় পার্লামেন্টের ডেপুটি স্পিকার ক্যাটারিনা বার্লি বলেছেন, ইউক্রেনকে ২৭ জাতির এ জোটে অন্তর্ভুক্ত করার ব্যাপারে কোনো তাড়াহুড়ো নেই। ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে হলে এই জোটের সঙ্গে লাগসই মান অর্জন করতে হবে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ১৮, ২০২২ ২০:১০ Asia/Dhaka
  • ইউক্রেনকে সদস্য পদ  দেয়ার দাবিতেব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তরের সামনে কর্মীদের সমাবেশ
    ইউক্রেনকে সদস্য পদ দেয়ার দাবিতেব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তরের সামনে কর্মীদের সমাবেশ

ইউরোপীয় পার্লামেন্টের ডেপুটি স্পিকার ক্যাটারিনা বার্লি বলেছেন, ইউক্রেনকে ২৭ জাতির এ জোটে অন্তর্ভুক্ত করার ব্যাপারে কোনো তাড়াহুড়ো নেই। ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে হলে এই জোটের সঙ্গে লাগসই মান অর্জন করতে হবে।

তিনি বলেন, যখন কোনো দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য হবে তখন তাকে আর বাদ দেয়ার কোনো সুযোগ থাকবে না। সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করার আগে সংশ্লিষ্ট দেশকে ইউরোপীয় ইউনিয়নের ‘স্ট্যান্ডার্ড’ অর্জন করতে হবে।

ক্যাটারিনা বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের প্রবেশ করার জন্য প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা দরকার, থাকতে হবে কার্যকর বাজার অর্থনীতি এবং আইনের শাসন। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে হলে এর প্রত্যেকটি পরিপূর্ণভাবে পালন করতে হবে।

ইউরোপীয় পার্লামেন্টের ডেপুটি স্পিকার ক্যাটারিনা বার্লি 

গতকাল (শুক্রবার) ইউরোপীয় কমিশন ইউক্রেনকে সদস্য করার জন্য সুপারিশ করেছে। ইউরোপীয় জোটের সদস্য হওয়ার পক্ষে এটি হচ্ছে প্রথম পদক্ষেপ। বিষয়টি নিয়ে আগামী সপ্তাহের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

ক্যাটারিনা বার্লি বলেন, তিনিও ইউক্রেনের প্রার্থিতাকে সমর্থন করেন কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদের জন্য যে মান নির্ধারণ করা আছে সে সম্পর্কে যাতে ভুল ব্যাখ্যা না দেয়া হয় সে ব্যাপারে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। ক্যাটারিনা বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার বিষয়ে মলদোভার ক্ষেত্রেও একই ধরনের নীতি অনুসরণ করা হবে।#

পার্সটুডে/এসআইবি/১৮