উচ্চ মজুরির দাবিতে ফ্রান্সে বিমানবন্দর কর্মীদের ধর্মঘট
https://parstoday.ir/bn/news/world-i110008-উচ্চ_মজুরির_দাবিতে_ফ্রান্সে_বিমানবন্দর_কর্মীদের_ধর্মঘট
ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে উচ্চ মজুরির দাবিতে ফ্রান্সে বিমানবন্দর কর্মীরা ধর্মঘট করায় ফ্লাইট বাতিল করা হয়েছে
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০২, ২০২২ ১৫:২৬ Asia/Dhaka

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে উচ্চ মজুরির দাবিতে ফ্রান্সে বিমানবন্দর কর্মীরা ধর্মঘট করায় ফ্লাইট বাতিল করা হয়েছে

ফ্রান্সের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, প্যারিসের চার্লস ডি গল এবং অরলি বিমানবন্দর থেকে নির্ধারিত 17 শতাংশ ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় সকাল 7 টা থেকে দুপুর 2 টার পর্যন্ত বাতিল করা হয়েছে। ফলে সংক্ষিপ্ত রুটগুলিকে প্রভাবিত করেছে।

উভয় বিমানবন্দরের কর্মীরা বিক্ষোভ করেছে এবং প্যারিস বিমানবন্দর কর্তৃপক্ষ টার্মিনালে প্রবেশে এবং চেক-ইন, পাসপোর্ট নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা স্টেশনগুলিতে ধর্মঘট সম্পর্কে সতর্ক করা হয়েছে।

ইউনিয়নগুলি জানিয়েছে, ধর্মঘট রবিবার পর্যন্ত চলতে পারে।

প্যারিস বিমানবন্দরের কর্মীরা জানুয়ারিতে ছয় শতাংশ রেট্রোঅ্যাকটিভ বাড়ানোর দাবি করে।#

পার্সটুডে/আবুসাঈদ/ ০২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।