উজবেকিস্তানে বিক্ষোভ-সহিংসতায় নিহত ১৮, আহত ২৪৩
(last modified Mon, 04 Jul 2022 12:37:34 GMT )
জুলাই ০৪, ২০২২ ১৮:৩৭ Asia/Dhaka

উজবেকিস্তানের কারাকালপাকস্তান সহিংসতায় নিহতের সংখ্যা ১৮ জনে পৌঁছেছে। আজ (সোমবার) উজবেকিস্তানের সরকার আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে।

এক প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪৩ জন।

উজবেকিস্তানের সংবিধানের একটি অনুচ্ছেদে কারাকালপাকস্তান অঞ্চলটিকে স্বায়ত্তশাসন দেওয়ার পাশাপাশি বিচ্ছিন্ন হওয়ার অধিকারও দেওয়া হয়েছে। কিন্তু সম্প্রতি উজবেকিস্তান সরকার সংবিধানের এ অনুচ্ছেদটি বাতিলের পরিকল্পনা করে। এর বিরুদ্ধে গত শুক্রবার প্রাদেশিক রাজধানী নুকুসে বিক্ষোভ শুরু করেন কারাকালপাকস্তানের মানুষ।

তবে বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট শাভকাত মিরজায়োইয়েভ কারাকালপাকস্তানের স্বায়ত্তশাসন ও এর বিচ্ছিন্ন হওয়ার অধিকার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ সংশোধন করার পরিকল্পনা বাদ দিয়েছেন। উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে মাসব্যাপী জরুরি অবস্থাও ঘোষণা করেছেন তিনি।

উজবেকিস্তানের ন্যাশনাল গার্ডের প্রেস অফিসের এক সংবাদ সম্মেলনে বলা হয়, গত শুক্রবার বিক্ষোভ চলার সময় ৫১৬ জনকে আটক করেছিল নিরাপত্তা বাহিনী। তবে তাদের অনেককে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানের জনসংখ্যা প্রায় ৩ কোটি ৪০ লাখ। এর ৯০ শতাংশই মুসলমান।#

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ