জুলাই ০৮, ২০২২ ১৫:২৩ Asia/Dhaka

আসন্ন শোকাবহ মহররম পালন উপলক্ষে পাকিস্তানে শিয়া মুসলমানদের নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে পাকিস্তান সরকার।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ইসলামের সব মাজহাবের অনুসারীসহ অন্যান্য ঐশী ধর্মের অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, মহররম উপলক্ষে শিয়া মুসলমানদের নিরাপত্তা বিধান এবং ইসলামি ঐক্য জোরদার করার বিষয়টিকে দেশটির সরকার সবচেয়ে অগ্রাধিকার দিচ্ছে। তিনি রাজধানী ইসলামাবাদে হুজ্জাতুল ইসলাম সাব্বির মেইসামি এবং হুজ্জাতুল ইসলাম আরেফ ওয়াহিদির নেতৃত্বে তেহরিকে ইসলামি দলের প্রতিনিধিদেরকে দেয়া সাক্ষাতে এ বিষয়ের ওপর গুরুত্বারোপ করেছেন। 

পাকিস্তানে সামাজিক ঐক্য জোরদারে শিয়া মুসলিম নেতৃবৃন্দের ভূমিকার ব্যাপক প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানাদি পালন ইসলামের সব মাজহাবের অনুসারীদের ন্যায্য ও মৌলিক অধিকার। তাই সরকার এবং নিরাপত্তা সংস্থাগুলো ঐক্য ও নিরাপত্তা বিঘ্ন সৃষ্টিকারী যে কোনো তৎপরতা রুখে দিতে বদ্ধ পরিকর।

বিগত বছরগুলোতে দেখা গেছে পাকিস্তানে মহররমের শোকানুষ্ঠানে বহুবার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে যা সেদেশের নিরাপত্তার জন্য বিরাট চ্যালেঞ্জ। কিন্তু তারপরও এ ধরণের সন্ত্রাসী হামলা রোধে এবং শিয়া মুসলমানদের রক্ষায় দেশটির নিরাপত্তা বাহিনী জোরালো পদক্ষেপ নেয়নি। পাকিস্তান বিষয়ক রাজনৈতিক বিশ্লেষক কামার আব্বাস কাজেমি এ ব্যাপারে বলেছেন, ইসলামের সব মাজহাবের নিরাপত্তা দিতে পাকিস্তান সরকার কার্যত ব্যর্থ হয়েছে। বিশেষ করে উগ্র তাকফিরি গোষ্ঠী বা আইএস সন্ত্রাসীদের মোকাবেলায় সরকারের ব্যর্থতার কারণে শিয়া মুসলমানদের ওপর নৃশংস হামলা অব্যাহত রয়েছে।

পর্যবেক্ষকরা বলছেন, শিয়া মুসলমানদের নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোর ব্যর্থতার কারণে সেদেশের শিয়া সমাজে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। এ বছরও তারা সন্ত্রাসী গ্রুপগুলোর পক্ষ থেকে হুমকির সম্মুখীন হয়েছে এবং এ কারণে তেহরিকে ইসলামি দলের প্রতিনিধিরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে আসন্ন মহররমে শিয়া মুসলমানদের পর্যাপ্ত নিরাপত্তা বিধানের জন্য অনুরোধ জানিয়েছেন।  

বিগত বছরগুলোতে সিপাহে সাহাবা, লস্করে জাংভি ও দায়েশ বা আইএস'র মতো  উগ্র জঙ্গি গোষ্ঠীগুলো মহররমের শোকানুষ্ঠান পালনের বিরুদ্ধে বহুবার হুমকি দিয়েছে এবং সুযোগ মতো হামলাও চালিয়েছে। পাকিস্তানের সাংবাদিক হামিদ মির বলেছেন, এবারও আইএস জঙ্গিদের হুমকি থেকে বোঝা যায় সন্ত্রাসীরা এখনো তৎপর এবং সরকার তাদেরকে দমন করতে ব্যর্থ হয়েছে। ২০০১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গত ২০ বছরের এক হিসাবে দেখা গেছে সন্ত্রাসীদের হামলায় পাকিস্তানে অন্তত তিন হাজার শিয়া মুসলমান নিহত হয়েছে।

এ অবস্থায় যতদিন পর্যন্ত পাকিস্তানের সরকার ও নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ না নেবে ততদিন পর্যন্ত শিয়াদের বিরুদ্ধে হুমকি অব্যাহত থাকবে। ফলে দেশটির বিচারবিভাগসহ অন্যান্য সব প্রতিষ্ঠান যদি কার্যকর পদক্ষেপ নেয় তাহলে তা নিরাপত্তা হুমকি অনেকটাই কমিয়ে আনতে সাহায্য করবে।

যাইহোক পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন মহররমে শিয়া মুসলমানদের নিরাপত্তা দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন তাতে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।#         

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ