ইমাম হুসাইন (আ.) সত্য রক্ষায় মানুষকে অনুপ্রাণিত করেছিলেন: আশুরার বার্তায় মোদী
-
ইমাম হুসাইন (আ.) সত্য রক্ষায় মানুষকে অনুপ্রাণিত করেছিলেন: আশুরার বার্তায় মোদী
পার্সটুডে- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশুরা দিবস এবং ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাত উপলক্ষে এক বার্তায় লিখেছেন: ইমাম হুসাইনের আত্মত্যাগ সত্য রক্ষায় মানুষকে অনুপ্রাণিত করেছিল।
পার্সটুডে জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশুরা দিবস উপলক্ষে ইমাম হুসাইন (আ.)-এর আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
সোশ্যাল মিডিয়ায় তিনি তার বার্তায় লিখেছেন: ইমাম হুসাইন (আ.) সঠিক পথে দাঁড়িয়ে থেকে কঠিন সময়েও সত্য রক্ষায় মানুষকে অনুপ্রাণিত করেছিলেন।
প্রায় ২০ কোটি জনসংখ্যার ভারতীয় মুসলিমরা ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যা অধ্যুষিত এলাকা এবং মুসলমানরা ভারতের মোট জনসংখ্যার প্রায় ১৪ শতাংশ। তারা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম এবং কাশ্মীরের মতো রাজ্যে সবচেয়ে বেশি মুসলমানের বসবাস রয়েছে।
ভারতের ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি এবং অর্থনীতিতে মুসলমানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তাদের উপস্থিতি দেশের ধর্মীয় বৈচিত্র্যের একটি মূল উপাদান। এই মুসলিম জনসংখ্যার মধ্যে প্রায় ১০-১৫% শিয়া, যারা সংখ্যালঘু হলেও সাংস্কৃতিক ও ধর্মীয়ভাবে সক্রিয়। লখনৌ, হায়দ্রাবাদ, কাশ্মীর এবং মুম্বাইয়ের মতো শহরে উল্লেখযোগ্য সংখ্যক শিয়া মুসলমান রয়েছে। #
পার্সটুডে/এমআরএইচ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।