ইউক্রেনের পরমাণু স্থাপনায় হামলাকে আত্মঘাতী তৎপরতা বলল জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/world-i111622
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া শহরে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ব্যাপকভাবে বোমাবর্ষণের ঘটনায় কঠোর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি এই বোমা হামলাকে “আত্মঘাতী তৎপরতা” বলে উল্লেখ করেছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ০৮, ২০২২ ১৭:৪৯ Asia/Dhaka
  • অ্যান্তোনিও গুতেরেস
    অ্যান্তোনিও গুতেরেস

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া শহরে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ব্যাপকভাবে বোমাবর্ষণের ঘটনায় কঠোর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি এই বোমা হামলাকে “আত্মঘাতী তৎপরতা” বলে উল্লেখ করেছেন।

আজ (সোমবার) জাপানের রাজধানী টোকিওতে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ার উচ্চারণ করেন। তিনি বলেন, কয়েক দশক ধরেই পরমাণু যুদ্ধের ঝুঁকি চলে আসছে। সেক্ষেত্রে পরমাণু অস্ত্রধারী দেশগুলোকে ‘আগে পরমাণু অস্ত্র ব্যবহার’ না করার নীতি মেনে চলার আহ্বান জানান।

জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে সাম্প্রতিক যে হামলা হয়েছে তার জন্য ইউক্রেন এবং রাশিয়া পরস্পরকে দোষারোপ করছে। এই কেন্দ্রটির নিয়ন্ত্রণ রয়েছে রাশিয়ার হাতে।

জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুতকেন্দ্রে বোমা হামলা

সাম্প্রতিক বোমাবর্ষণে এই পরমাণু বিদ্যুত স্থাপনার ভেতরে অবকাঠামগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন। তারা দাবি করছেন ইউক্রেনের সামরিক বাহিনী ক্লাস্টার বোমা দিয়ে ওই পরমাণু বিদ্যুৎ স্থাপনায় হামলা চালিয়েছে।

এই ঘটনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পরমাণু বিপর্যয়ের বাস্তব ঝুঁকি রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৮