ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের ‘মিথ’ ভেঙে গেছে: রাশিয়া
(last modified Tue, 16 Aug 2022 12:43:14 GMT )
আগস্ট ১৬, ২০২২ ১৮:৪৩ Asia/Dhaka
  • শোইগু
    শোইগু

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ইউক্রেনে তার দেশের সামরিক বাহিনীর অভিযানের মধ্যদিয়ে পশ্চিমা ‘সুপার অস্ত্রের মিথ’ ভেঙে গেছে। আজ (মঙ্গলবার) একটি আন্তর্জাতিক সম্মেলনে একথা বলেছেন তিনি।

রাজধানী মস্কোর কাছে যে সামরিক প্রদর্শনী চলছে সেখানে একটি ফোরামে দেয়া বক্তৃতায় জেনারেল শোইগু দাবি করেন, পশ্চিমা দেশগুলো যেভাবে দাবি করে থাকে তাতে দেখা গেছে- ইউক্রেনকে তারা যেসব অস্ত্র সরবরাহ করেছে যুদ্ধক্ষেত্রে সেগুলোর খুব একটা প্রভাব ফেলতে পারে নি।  

মার্কিন অস্ত্র

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুদ্ধের প্রথম দিকে পশ্চিমারা ট্যাংক-বিধ্বংসী জাভেলিন সিস্টেম ও বিশেষ কিছু ড্রোন দিয়েছিল। সম্প্রতি হাইমার্স ক্ষেপণাস্ত্র ও দূর পাল্লার হাউইটজার দিয়েছে। যুদ্ধক্ষেত্রে এ সবই মুখ থুবড়ে পড়েছে।     

সের্গেই শোইগু বলেন, যুদ্ধক্ষেত্রে পশ্চিমা যেসব অস্ত্র আটক করা হয়েছে সেগুলো সতর্কতার সঙ্গে পরীক্ষা করা হচ্ছে; বোঝার চেষ্টা করা হচ্ছে এগুলোর বৈশিষ্ট্য ও গুণগত মান।  

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গত সপ্তাহে বলেছেন,ইউক্রেনের কাছে যেসব অস্ত্র পাঠানো হয়েছে সেগুলো কার্যকরী বলে প্রমাণ হয়েছে এবং আরো অস্ত্র পাঠানো হবে। এরপর রুশ প্রতিরক্ষান্ত্রী এসব কথা বললেন।#

পার্সটুডে/এসআইবি/১৬