ব্রিটেনে নজিরবিহীনভাবে বেড়েছে জ্বালানির দাম
(last modified Mon, 29 Aug 2022 13:24:10 GMT )
আগস্ট ২৯, ২০২২ ১৯:২৪ Asia/Dhaka
  • ব্রিটেনে বিদ্যুৎ এবং গ্যাসের বিল বাড়ানো হয়েছে
    ব্রিটেনে বিদ্যুৎ এবং গ্যাসের বিল বাড়ানো হয়েছে

ব্রিটেনে নজিরবিহীনভাবে বিদ্যুৎ এবং গ্যাসের বিল বাড়ানো হয়েছে। দেশটির সরকার এ দুটি বিল শতকরা ৮০ ভাগ বাড়িয়েছে। আগামী অক্টোবর মাস থেকে এই বাড়তি রেট কার্যকর হবে।

আসন্ন শীত মৌসুম শুরুর আগ মুহূর্ত থেকে ব্রিটিশ জনগণকে বিদ্যুৎ ও গ্যাসের বাড়তি বিলের চাপ কাঁধে নিতে হবে। জালানির এই নজিরবিহীন দাম বাড়ানোর ফলে দেশটির জনগণ মারাত্মক ভোগান্তির শিকার হবে।

ব্রিটিশ জনগণ অস্থির অর্থনৈতিক অবস্থার মধ্যদিয়ে দিন পার করছে। এ অবস্থায় যখন বিদ্যুৎ ও গ্যাসের মূল্য প্রায় দ্বিগুণ করা হয়েছে তখন তারা এই বাড়িতে চাপ কিভাবে মোকাবেলা করবে তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন। ব্রিটিশ জনগণ বেশ কিছুদিন থেকে নজিরবিহীন মুদ্রাস্ফীতির মধ্যে বসবাস করছে। এরমধ্যে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ফলে জন-ভোগান্তি চরমে পৌঁছাবে।

 ব্রিটেনে জীবনযাত্রার ব্যয় বেড়েছে অস্বাভাবিক

সিটি ইউনিভার্সিটি অব লন্ডনের অর্থনীতির অধ্যাপক কিথ পিলবিম বলেন, এটি একটি বড় ধরনের সমস্যা হতে চলেছে কারণ প্রথমত সবার প্রকৃত আয় কমে গেছে কারণ যেভাবে মূল্যস্ফীতি ঘটেছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষের আয় বাড়েনি। এরপরে রেকর্ড লেভেলে কর বেড়েছে।

তিনি বলেন, গ্রীষ্মে যখন দাম বাড়ানো হয়েছে তখন জনগণের উপর ততটা বাজে প্রভাব ফেলতে পারেনি কারণ গ্রীষ্মকালে মানুষ অত বেশি গ্যাস ও বিদ্যুত ব্যবহার করে না। কিন্তু শীতকালে এটি অনেক বেশি সমস্যার কারণ হবে।

বিদ্যুৎ ও গ্যাসের বিল শতকরা ৮০ ভাগ বাড়ানোর অর্থ হচ্ছে প্রতিটি ঘরে ৩৬০০ থেকে ৪ হাজার ডলার অতিরিক্ত খরচ হবে।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ