তাইওয়ানের সঙ্গে দ্রুত সামরিক চুক্তি বাতিল করুন: আমেরিকাকে চীন
https://parstoday.ir/bn/news/world-i112962-তাইওয়ানের_সঙ্গে_দ্রুত_সামরিক_চুক্তি_বাতিল_করুন_আমেরিকাকে_চীন
স্বশাসিত দ্বীপ রাষ্ট্র তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রিতে চরম আপত্তি জানিয়ে চীন বলেছে, যত দ্রুত সম্ভব এই অস্ত্র চুক্তি বাতিল করতে হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২২ ১৯:৪১ Asia/Dhaka
  • চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল স্থান কেপিয়ি
    চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল স্থান কেপিয়ি

স্বশাসিত দ্বীপ রাষ্ট্র তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রিতে চরম আপত্তি জানিয়ে চীন বলেছে, যত দ্রুত সম্ভব এই অস্ত্র চুক্তি বাতিল করতে হবে।

চলতি সপ্তাহের প্রথম দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের কাছে ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনার কথা জানান। এসব অস্ত্রের মধ্যে ৬০টি জাহাজ বিধ্বংসী এবং ৬১ আকাশ থেকে আকাশের নিক্ষেপণাস্ত্র রয়েছে।

এই পরিকল্পনার ব্যাপারে গতকাল মঙ্গলবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল স্থান কেপিয়ি বলেন, মার্কিন অস্ত্রের কারণে যদি চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় তাহলে বেইজিং তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেবে।

তিনি বলেন, তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির পদক্ষেপ এক চীন নীতির চরম লঙ্ঘন। এছাড়া আমেরিকা এবং চীনের মধ্যে তৃতীয় যে ঘোষণাপত্র সই হয়েছে তারও লঙ্ঘন এটি।# 

পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।