১৯৪৫ সালের পর সবচেয়ে কঠিন শীতকাল আসছে: সার্বিয়ার প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i113282-১৯৪৫_সালের_পর_সবচেয়ে_কঠিন_শীতকাল_আসছে_সার্বিয়ার_প্রেসিডেন্ট
সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস বলেছেন, ১৯৪৫ সালের পর সবচেয়ে কঠিন শীতকাল আসছে এবার। এবারের শীতকাল ইউরোপের জন্য অর্থনৈতিক এবং রাজনৈতিক দুই দিক দিয়েই অত্যন্ত চ্যালেঞ্জিং হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০২২ ১৮:১৪ Asia/Dhaka
  • কঠিন শীতের মুখে পড়তে যাচ্ছে ইউরোপ
    কঠিন শীতের মুখে পড়তে যাচ্ছে ইউরোপ

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস বলেছেন, ১৯৪৫ সালের পর সবচেয়ে কঠিন শীতকাল আসছে এবার। এবারের শীতকাল ইউরোপের জন্য অর্থনৈতিক এবং রাজনৈতিক দুই দিক দিয়েই অত্যন্ত চ্যালেঞ্জিং হবে।

কসোভো ইস্যুতে সার্বিয়ার জাতীয় সংসদের দুই দিনব্যাপী বিশেষ অধিবেশনের সমাপনী ভাষণে আলেকজান্ডার ভুসিস এসব কথা বলেন। তিনি তার বক্তৃতায় কসোভো প্রসঙ্গে বলেন, তার সরকার কোনমতেই সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কসোভোকে স্বাধীন রাষ্ট্র বলে স্বীকৃতি দেবে না বরং নিজের অবস্থান ধরে রাখবে এবং পশ্চিমা চাপ মোকাবেলা করবে।

ইউরোপীয় ইউনিয়নের কথা উল্লেখ করে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডিক্রো সম্প্রতি রাশিয়ার গ্যাস ছাড়া ইউরোপের অর্থনীতি সম্পূর্ণভাবে ছবির হয়ে পড়বে বলে যে বক্তব্য দিয়েছেন তার উদ্ধৃতি দিয়ে সার্বিয়ার প্রেসিডেন্ট বলেন, বেলজিয়ামের প্রধানমন্ত্রীর কথায় যথেষ্ট বাস্বতা রয়েছে। তিনি বলেছেন যে, সমগ্র ইউরোপের অর্থনীতির জন্য ধ্বস নামবে এবং যদি ধ্বস নামে তাহলে তার ঠেকানো অসম্ভব হয়ে পড়বে।

সার্বিয়া যদিও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ নয় তবে এর তেল সরবরাহ ব্যবস্থা যেহেতু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ভেতর দিয়ে চালু সে কারণে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে সার্বিয়াও সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, আগামী ছয় মাস ইউরোপের জন্য অত্যন্ত কঠিন সময় হবে। এর আগে তিনি বলেছিলেন ইউরোপ এবার কঠিন একটি শীতকাল মোকাবেলা করতে যাচ্ছে এবং পরের শীত হবে মেরু অঞ্চলের মতো।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।