সেপ্টেম্বর ১৯, ২০২২ ২১:০৬ Asia/Dhaka
  • ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

দোনবাস অঞ্চলের ইজিউম শহর থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের পর গণকবর পাওয়ার ব্যাপারে ইউক্রেন যে দাবি করেছে তাকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ (সোমবার) বলেন, ইউক্রেনের এসব দাবি মিথ্যা: প্রকৃত সত্য কী তা প্রকাশের জন্য রাশিয়া পদক্ষেপ নেবে।

ইউক্রেনের সরকারি কর্মকর্তারা দাবি করছেন, খারকিভ অঞ্চলের ইজিউম শহর থেকে  রাশিয়ার সেনা প্রত্যাহার করার পর সেখানে কয়েকটি গণকবর পাওয়া গেছে যেখান থেকে সাড়ে চারশ মরদেহ উদ্ধার করা হয়। রুশ সেনা প্রত্যাহার করার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধ গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ আনেন।

পাল্টা যুক্তি দিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, গত এপ্রিল মাসে বুচা শহর থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের পর একই ধরনের গণহত্যার অভিযোগ এনেছিল ইউক্রেন। সে সময় ইউক্রেন দাবি করেছিল যে, বুচা শহরের গণকবর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে রাশিয়া সুনির্দিষ্টভাবে এই অভিযোগ নাকচ করেছিল।

বুচার ঘটনা তদন্তের জন্য মস্কো বারবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে কিন্তু ব্রিটেন ওই বৈঠকের বিরোধিতা করেছিল।#

পার্সটুডে/এসআইবি/১৯

ট্যাগ