ডেমোক্র্যাটিক পার্টিকে যুদ্ধবাজদের চক্র বলে দল ছাড়লেন তুলসি গ্যবার্ড
https://parstoday.ir/bn/news/world-i114400-ডেমোক্র্যাটিক_পার্টিকে_যুদ্ধবাজদের_চক্র_বলে_দল_ছাড়লেন_তুলসি_গ্যবার্ড
হাওয়ায় থেকে নির্বাচিত সাবেক কংগ্রেসওম্যান তুলসী গ্যাবার্ড নিজের দল ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টি ছাড়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, “বর্তমান যে ডেমোক্র্যাটিক পার্টি রয়েছে তা সম্পূর্ণভাবে একদল ধনী যুদ্ধবাজ চক্রের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আমি আর কোনভাবেই আজকের এই ডেমোক্রেটিক পার্টির সদস্য থাকতে পারি না।”
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১২, ২০২২ ১৪:০৪ Asia/Dhaka
  • তুলসী গ্যাবার্ড
    তুলসী গ্যাবার্ড

হাওয়ায় থেকে নির্বাচিত সাবেক কংগ্রেসওম্যান তুলসী গ্যাবার্ড নিজের দল ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টি ছাড়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, “বর্তমান যে ডেমোক্র্যাটিক পার্টি রয়েছে তা সম্পূর্ণভাবে একদল ধনী যুদ্ধবাজ চক্রের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আমি আর কোনভাবেই আজকের এই ডেমোক্রেটিক পার্টির সদস্য থাকতে পারি না।”

গতকাল (মঙ্গলবার) এক টুইটার পোস্টে তুলসি গ্যাবার্ড এসব কথা বলেছেন। পাশাপাশি তিনি সাধারণ জ্ঞানসম্পন্ন স্বাধীন মনের ডেমোক্র্যাট নেতাদেরকে এই দল ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। আমেরিকার জনগণের মধ্যে ডেমোক্রেটিক পার্টি বিভক্তি সৃষ্টি করছে বলেও তিনি অভিযোগ তুলেছেন।

তিনি বলেন, ঈশ্বর প্রদত্ত স্বাধীনতাকে সক্রিয়ভাবে মার্কিন সরকার নস্যাৎ করছে। এছাড়া ন্যাশনাল সিকিউরিটি স্টেটকে অস্ত্র সজ্জিত করে বিরোধী মতের লোকজন দমনের কাজে ব্যবহার করা হচ্ছে। তুলসি গ্যাবার্ড সবচেয়ে বিপজ্জনক যে অভিযোগ তুলেছেন তা হচ্ছে আমেরিকা মার্কিন জনগণকে পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে যা এর আগে কখনো এতটা ভয়াবহ খারাপ অবস্থায় ছিল না।

আমেরিকার ডেমোক্র্যাটিক পার্টি সাধারণ জনগণের না হয়ে বরং ক্ষমতাধর ধনিক শ্রেণীর রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে বলে তিনি অভিযোগ করেন। তুলসি রাশিয়া-ইউক্রেন ইস্যুতে দৃশ্যত রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। 

২০২০ সালে আমেরিকায় যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে ডেমোক্র্যাটিক দল থেকে অন্যতম মনোনয়ন প্রত্যাশী ছিলেন তুলসি গ্যাবার্ড। এছাড়া, তিনি ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দলের ন্যাশনাল কমিটির ভাইস চেয়ার ছিলেন।# 

পার্সটুডে/এসআইবি/১২