আমেরিকা-দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার কঠোর হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i115246-আমেরিকা_দক্ষিণ_কোরিয়ার_যৌথ_মহড়ার_বিরুদ্ধে_উত্তর_কোরিয়ার_কঠোর_হুঁশিয়ারি
আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চলমান যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে কঠোরতম হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া। দেশটি ওই মহড়া বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছে, তা না হলে ‘মার্কিন উস্কানি’র বিরুদ্ধে আরো শক্ত জবাব দেয়া হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০১, ২০২২ ০৭:১৩ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়
    উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়

আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চলমান যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে কঠোরতম হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া। দেশটি ওই মহড়া বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছে, তা না হলে ‘মার্কিন উস্কানি’র বিরুদ্ধে আরো শক্ত জবাব দেয়া হবে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি বিবৃতির বরাত দিয়ে সেদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ খবর জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার ‘বিরামহীন ও বেপরোয়া’ সামরিক তৎপরতার কারণে কোরীয় উপদ্বীপ ও এর আশপাশের এলাকা একটি মারাত্মক সংঘাতময় অবস্থায় চলে গেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি এরকম সামরিক উস্কানি দিতে থাকে তাহলে উত্তর কোরিয়া আরো শক্তিশালী জবাব দেবে।

এর আগে গতকাল (সোমবার) আমেরিকা ও দক্ষিণ কোরিয়া বড় ধরনের বিমান মহড়া চালায় যাতে কমপক্ষে ২৪০টি যুদ্ধবিমান অংশ নেয়। উত্তর কোরিয়ার সঙ্গে যখন আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সামরিক উত্তেজনা দিন দিন বাড়ছে তখন দুই দেশ এই মহড়া চালালো। এই মহড়ার নাম দেয়া হয়েছে ‘দ্য ভিজিল্যান্ট স্টর্ম’।

ধারণা করা হচ্ছে আগামী শুক্রবার পর্যন্ত মহড়া চলবে। মার্কিন বিমান বাহিনীর মতে, এ মহড়ায় দক্ষিণ কোরিয়া ও আমেরিকা প্রায় ১৬০০ অভিযান চালাবে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনী বলেছে, উত্তর কোরিয়ার উস্কানির জবাবে দু পক্ষ অপারেশন এবং কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করবে।

ওয়াশিংটন ও সিউলের মধ্যে সর্বশেষ এমন মহড়া প্রথম অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালে। তখন এই অপারেশনের নাম দেয়া হয়েছিল ‘ভিজিল্যান্ট এইস’। কিন্তু দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের প্রশাসন উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করেন। ফলে ২০১৮ সালে এই মহড়া স্থগিত করা হয়।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।