সংসদীয় সম্পর্ক জোরদার করতে তেহরান-ইসলামাবাদের অঙ্গীকার
https://parstoday.ir/bn/news/world-i153742-সংসদীয়_সম্পর্ক_জোরদার_করতে_তেহরান_ইসলামাবাদের_অঙ্গীকার
পার্সটুডে: পাকিস্তানি পার্লামেন্টের স্পিকার বলেছেন, ইরান ও পাকিস্তানের মধ্যে অভিন্ন বিশ্বাস, সংস্কৃতি এবং ইতিহাসের ভিত্তিতে সম্পর্ক রয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ০৬, ২০২৫ ১২:২৩ Asia/Dhaka
  •  সংসদীয় সম্পর্ক জোরদার করতে  তেহরান-ইসলামাবাদের অঙ্গীকার

পার্সটুডে: পাকিস্তানি পার্লামেন্টের স্পিকার বলেছেন, ইরান ও পাকিস্তানের মধ্যে অভিন্ন বিশ্বাস, সংস্কৃতি এবং ইতিহাসের ভিত্তিতে সম্পর্ক রয়েছে।

ইরানের সংসদ এবং পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারদের আনুষ্ঠানিক বৈঠকের বিবৃতিতে পাকিস্তানি পার্লামেন্ট ঘোষণা করেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান পাকিস্তানের জন্য একটি ভ্রাতৃপ্রতিম এবং নির্ভরযোগ্য প্রতিবেশী এবং উভয় দেশ কৌশলগত এবং সংসদীয় সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বুধবার সন্ধ্যায় ইসলামাবাদে উভয় দেশের প্রতিনিধিদলের উপস্থিতিতে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকির কলিবাফের সঙ্গে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বৈঠকের পর প্রকাশিত পাকিস্তানি পার্লামেন্টের আনুষ্ঠানিক বিবৃতিতে আয়াজ সাদিক আবারও জোর দিয়ে বলেছেন যে পাকিস্তানের জনগণ, সংসদ এবং সরকার ইরানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। তিনি ইসরায়েলি আগ্রাসন সফলভাবে প্রতিহত করার জন্য এবং এই আরোপিত যুদ্ধে ইসলামিক প্রজাতন্ত্রের বিজয়ের জন্য ইরানের সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়ে জোর দিয়ে বলেছেন যে পাকিস্তানি পার্লামেন্টই প্রথম পার্লামেন্ট যারা ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের স্পষ্টভাবে নিন্দা করেছে।

পিয়ং ইয়াং: উত্তর কোরিয়ার বিরুদ্ধে হুমকির মার্কিন নীতি কাজ করছে না

উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম উন-চোল তার দেশের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে বলেছেনন, "সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞাগুলো আমাদের বিরুদ্ধে ওয়াশিংটনের শত্রুতাপূর্ণ নীতির প্রতিফলন ঘটায়। যতক্ষণ পর্যন্ত মার্কিন প্রশাসন আমাদের প্রতি তাদের শত্রুতার অবস্থান ধরে রাখতে অটল থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা ধৈর্য ধরে এবং প্রতিক্রিয়ামূলকভাবে এর জবাব দেব।" আমেরিকার "দুষ্ট স্বভাবের" জন্য নিন্দা জানিয়ে তিনি সতর্ক করে বলেন যে, ওয়াশিংটনের উত্তর কোরিয়ার বিরুদ্ধে চাপ, প্রতারণা এবং হুমকির কৌশল কাজ করবে বলে আশা করা উচিত নয়।

ট্রাম্প: নিউইয়র্কে মামদানির জয় মার্কিন সার্বভৌমত্বের ব্যর্থতা

নিউইয়র্কের মেয়র নির্বাচনে জাহরান মামদানির জয়ের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে আমরা নিউইয়র্কে আমাদের সার্বভৌমত্ব হারিয়ে ফেলেছি। তিনি আরও বলেন: "নিউইয়র্কে যা ঘটছে তা বিপর্যয়কর এবং সেখানকার ডেমোক্র্যাটদের নীতি মূল্যবৃদ্ধির কারণ হবে।"

গভর্নর বোর্ডের বৈঠকের আগে ইরান, চীন এবং রাশিয়ার রাষ্ট্রদূতদের ত্রিপাক্ষিক বৈঠক

ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক সংস্থাগুলিতে রাশিয়ার রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ টেলিগ্রাম মেসেজিং নেটওয়ার্কে একটি বার্তায় লিখেছেন, আজ, চীন, ইরান এবং রাশিয়া ইরানের পারমাণবিক ফাইল নিয়ে ঐতিহ্যবাহী ত্রিপাক্ষিক পরামর্শের আরেকটি সভা করেছে। তিনি আরও বলেছেন,  আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার গভর্নর বোর্ডের পরবর্তী বৈঠকের আগে প্রস্তুত করার জন্য আমরা আমাদের অবস্থান সমন্বয় এবং অভিযোজিত করেছি।

চীন: আমরা ইরানের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারকে সমর্থন করি

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে টেলিফোনে কথোপকথনের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে যে বেইজিং ইরানের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারকে সমর্থন করে। বিবৃতিতে আরও বলা হয়েছে: ইরানের পারমাণবিক সমস্যার রাজনৈতিক নিষ্পত্তির প্রক্রিয়ায় বর্তমান অচলাবস্থা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ নয়।# 
 

পার্সটুডে/এমবিএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।