কোরিয় উপদ্বীপে বেড়েই চলেছে উত্তেজনা; মহড়ায় মার্কিন বি-১বি
https://parstoday.ir/bn/news/world-i115476-কোরিয়_উপদ্বীপে_বেড়েই_চলেছে_উত্তেজনা_মহড়ায়_মার্কিন_বি_১বি
দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার চলমান যৌথ বিমান মহড়ায় আমেরিকার বি ওয়ান বি কৌশলগত বোমারু বিমান অংশ নেবে। সিউলের একজন সামরিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৫, ২০২২ ১৮:০৪ Asia/Dhaka
  • মার্কিন বি-ওয়ান বি বিমান
    মার্কিন বি-ওয়ান বি বিমান

দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার চলমান যৌথ বিমান মহড়ায় আমেরিকার বি ওয়ান বি কৌশলগত বোমারু বিমান অংশ নেবে। সিউলের একজন সামরিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিরুদ্ধে আমেরিকা এই শক্তি প্রদর্শনের পদক্ষেপ নিয়েছে এবং এর প্রশংসা করেছেন দক্ষিণ কোরিয়ার ওই কর্মকর্তা। তিনি বলেন, বি ওয়ান বি বোমারু বিমান আজ শনিবার মহনায় অংশ নেয়ার কথা ছিল তবে মার্কিন এই বিমান মহড়ায় অংশ নিয়েছে কিনা তা জানা যায় নি।

দক্ষিণ কোরিয়া ও আমেরিকার চলমান যৌথ বিমান মহড়া গত সোমবার শুরু হয় এবং শুক্রবার তো শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার ওই মহড়া শেষ না হয়ে আজও তো চলেছে।

একদিন আগে উত্তর কোরিয়ার ১৮০টি বিমান দিয়ে দক্ষিণ কোরিয়ার কাছাকাছি এলাকায় মহড়া চালিয়েছে। এর পাল্টা জবাব হিসেবে দক্ষিণ কোরিয়া বিমান-মহড়া চালায়। এরপর দক্ষিণ কোরিয়ার আকাশে মার্কিন বি ওয়ান বি বোমারু বিমানের মহড়া চালানোর খবর বের হলো। দক্ষিণ কোরিয়া ও আমেরিকার যৌথ বিমান মহড়ার ফলে কোরিয় উপদ্বীপে উত্তেজনা বেড়েই চলেছে।

আমেরিকা দাবি করে বি-ওয়ান বি কৌশলগত বোমারু বিমান হচ্ছে পরমাণু বোমা বহনের সক্ষম এবং এটি বিশ্বের যে কোন জায়গায় হামলা চালাতে পারে।#

পার্সটুডে/এসআইবি/৫