তুরস্কে আমেরিকা ও রাশিয়ার গোয়েন্দা প্রধানের গোপন বৈঠক
(last modified Tue, 15 Nov 2022 11:44:50 GMT )
নভেম্বর ১৫, ২০২২ ১৭:৪৪ Asia/Dhaka
  • উইলিয়াম বার্নস (ডানে) ও সের্গেই নারিশকিন
    উইলিয়াম বার্নস (ডানে) ও সের্গেই নারিশকিন

তুরস্কের রাজধানী আংকারায় আমেরিকা ও রাশিয়ার গোয়েন্দা প্রধানের গোপন বৈঠক হয়েছে। এ সময় তারা ইউক্রেনে মস্কোর পারমাণবিক হুমকি এবং রাশিয়ার হাতে আটক মার্কিন যুদ্ধবন্দিদের বিষয়ে আলোচনা হয়।

আঙ্কারায় গতকালের (সোমবার) এ বৈঠকে অংশ নেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নস এবং রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস- এসভিআর’র প্রধান সের্গেই নারিশকিন। এ খবর দিয়েছে রাশিয়ার কোমেরসান্ত পত্রিকা।

ক্রেমলিন থেকে বলা হয়েছে আমেরিকার উদ্যোগে এই আলোচনা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এটাই ছিল দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে কর্মকর্তাদের প্রথম বৈঠক। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, উইলিয়াম বার্নস ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে সমঝোতার চেষ্টা করছেন না। বার্নস এর আগে ২০০৫ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত রাশিয়ায় মার্কিন রাষ্ট্রদূত ছিলেন এবং তিনি রুশ ভাষা জানেন।

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, বৈঠকে তার বার্তা ছিল রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তার পরিণতি এবং উত্তেজনাকর ঝুঁকি নিয়ে। সম্প্রতি আভাস পাওয়া যায়, মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এ পরিপ্রেক্ষিতে ইউক্রেনে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে মস্কোকে বার বার সাবধান করেছে যুক্তরাষ্ট্র। 

পশ্চিমারা রাশিয়াকে ধ্বংস করে দিতে চান বলে সেপ্টেম্বরে অভিযোগ করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনিও হুঁশিয়ারি উচ্চারণ করেন, নিজের ভূখণ্ডকে সুরক্ষিত রাখতে হাতে থাকা সব উপায় অবলম্বন করবেন। তার এ ঘোষণাকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি হিসেবে দেখা হয়।#

পার্সটুডে/এসআইবি/১৫

ট্যাগ