ঘোষণাটি দিয়েই দিলেন ডোনাল্ড ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i115950-ঘোষণাটি_দিয়েই_দিলেন_ডোনাল্ড_ট্রাম্প
শেষ পর্যন্ত ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (মঙ্গলবার) রাতে ট্রাম্পের একজন সহকারী মার্কিন ফেডারেল নির্বাচন কমিশনে এ সম্পর্কিত কাগজপত্র জমা দিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৬, ২০২২ ১৪:১৮ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্প

শেষ পর্যন্ত ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (মঙ্গলবার) রাতে ট্রাম্পের একজন সহকারী মার্কিন ফেডারেল নির্বাচন কমিশনে এ সম্পর্কিত কাগজপত্র জমা দিয়েছেন।

বেশ আগে থেকেই ১৫ নভেম্বর এই সংক্রান্ত ঘোষণা দেবেন বলে আভাস দিয়ে আসছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, ১৫ নভেম্বর বড় ঘোষণা আসছে। তিনি পরিষ্কার করে না বললেও এটি মোটামুটি পরিষ্কার ছিল যে, ট্রাম্পের বড় ঘোষণা বলতে মূলত তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়েছেন। অবশেষে ৭৬ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট তার ফ্লোরিডার মার-আ-লাগো বাসভবন থেকে সেই ঘোষণা দিলেন।

এসময় সেখানে তার শত শত সমর্থকরা উপস্থিত ছিলেন। সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আমেরিকার প্রত্যাবর্তন এখনই শুরু হচ্ছে। যদিও গত সপ্তাহে মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রত্যাশা অনুযায়ী ভালো ফল করতে পারেনি রিপাবলিকান পার্টি। এজন্য অনেকেই ডনাল্ড ট্রাম্পকে দুষছেন। এর মধ্যেই আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প।

মার্কিন টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বক্তব্যে ট্রাম্প বলেন, “আমেরিকাকে আবার মহান ও গৌরবময় করার জন্য আমি আমেরিকার প্রেসিডেন্ট পদে প্রার্থিতা ঘোষণা করছি। আমি বিশ্বাস করি এই জাতি কী হতে পারে তার আসল গৌরব বিশ্ব এখনও দেখেনি। আমরা আবার আমেরিকাকে এক নম্বরে নিয়ে আসব।”#

পার্সটুডে/এসআইবি/১৬