জর্জিয়ায় আগাম ভোটের রেকর্ড, নারী নির্যাতনের অভিযোগে চাপে হার্শেল ওয়াকার
(last modified Tue, 06 Dec 2022 04:55:23 GMT )
ডিসেম্বর ০৬, ২০২২ ১০:৫৫ Asia/Dhaka
  • জর্জিয়ায় আগাম ভোট
    জর্জিয়ায় আগাম ভোট

আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যে সিনেট রানঅফ নির্বাচনের শেষ দিনের প্রচারে প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন দুই প্রার্থী রাফায়েল ওয়ারনক ও হার্শেল ওয়াকার।  প্রচারাভিযানের শেষ দিনে তারা গতকাল (সোমবার) স্টেইট চষে বেড়িয়েছেন। 


নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী ও বর্তমান সিনেটর ওয়ারনকের পক্ষে প্রচার চালাতে মাঠে নেমেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। অন্যদিকে, ওয়াকারের পক্ষে মাঠে ছিলেন আরেক সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি শনিবার সংবিধান বাতিল করে ২০২০ সালের নির্বাচনে তাকে বিজয়ী ঘোষণা করে ক্ষমতায় বসানোর আহ্বান জানানোর পর রাজনৈতিকভাব চাপে পড়ে নির্বাচনী প্রচার কাজে কিছুটা ঝিমিয়ে পড়েছেন।    
এরইমধ্যে স্টেইটে আগাম ভোটের রেকর্ড হয়েছে। ভোটের জন্য ডেমোক্র্যাট প্রার্থী ওয়ারনক তরুণদের টার্গেট করেছেন। এদিকে, সাবেক প্রেমিকার পক্ষ থেকে মারপিট ও সহিংসতার অভিযোগ আনার পর রিপাবলিকান প্রার্থী হার্শেল ওয়াকার চাপে পড়েছেন। অনেকেই আশংকা করছেন, এই অভিযোগ তার বিরুদ্ধে ভোটের মাঠে ভালো রকমের প্রভাব ফেলবে।  
গত ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ওয়ারনক ওয়াকারের চেয়ে সামান্য ভোটে এগিয়ে থাকলেও কেউ ৫০ শতাংশ ভোট পাননি। ফলে স্টেইটের আইন অনুযায়ী নির্বাচন রানঅফে গড়ায়। এরইমধ্যে আগাম ভোটগ্রহণ শেষ হয়েছে। স্টেটের ইতিহাসে একদিনের আগাম ভোটের ক্ষেত্রে সব রেকর্ড ভেঙে গেছে। গত শুক্রবার শেষ দিনে ভোট পড়ে তিন লাখ ৫২ হাজার ৯৫৩টি। এর আগে মঙ্গলবার একদিনে ভোট পড়েছিল তিন লাখ চার হাজার ৬৮৩টি। এবারের নির্বাচনে আগাম ভোট পড়েছে ১৮ লাখের বেশি।#
পার্সটুডে/এসআইবি/এনএম/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ