ডিসেম্বর ১৩, ২০২২ ১৩:৩৫ Asia/Dhaka
  • তুরস্কের নতুন তেলের খনি
    তুরস্কের নতুন তেলের খনি

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরনাক প্রদেশের গাবার পার্বত্য এলাকায় একটি নতুন তেলের খনি আবিষ্কার করেছে। এ খনিতে ১৫ কোটি ব্যারেল তেলের মজুদ রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান যার মূল্য ১২০০ কোটি ডলার।

গতকাল (সোমবার) তুর্কি মন্ত্রিসভার বৈঠকে এই তথ্য জানান প্রেসিডেন্ট এরদোগান। তিনি বলেন, তুরস্কের সমুদ্র উপকূলের বাইরে যে দশটি তেলক্ষেত্র রয়েছে এই খনিটি তার অন্যতম। এরদোগান বলেন, “আমরা এই খনির চারটি কূপ থেকে প্রতিদিন পাঁচ হাজার ব্যারেল তেল উৎপাদন করতে পারব যা মানের দিক দিয়ে খুবই উন্নত।” তিনি জানান, তুরস্ক ২০২১ সালে আরো যেসব তেলক্ষেত্র আবিষ্কার করেছে সেখান থেকে ৭১০ কোটি ব্যারেল তেল রিজার্ভে যুক্ত হবে।
এরদোগান বলেন, তুরস্ক দৈনিক তেলের উৎপাদন বাড়িয়ে এক লাখ ব্যারেলে নেয়ার পরিকল্পনা করেছে। পাশাপাশি সমুদ্রে তেল-গ্যাসের অনুসন্ধান জোরদার করবে।
তুরস্ক এই মুহূর্তে জ্বালানির জন্য রাশিয়া এবং ইরানের ওপরে দারুণভাবে নির্ভরশীল। এর মধ্যে শুধু রাশিয়া থেকেই শতকরা ৪৪ ভাগ গ্যাস আমদানি করে থাকে আংকারা।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ