পদত্যাগের বিষয়ে অনড় পিটিআই
ইমরান খানের দলের এমপিদের স্পিকারের তলব কিন্তু সংসদে যাননি কেউ
পাকিস্তানে সরকারি দলগুলো গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় জাতীয় সংসদের নতুন অধিবেশনে মিলিত হয়েছে কিন্তু তাতে যোগ দেননি ইমরান খানের তেহরিকে ইনসাফ পার্টির সংসদ সদস্যরা। জাতীয় সংসদের স্পিকার রাজা পারভেজ আশরাফ পিটিআই এমপিদের সংসদে তলব করলেও তারা সেখানে উপস্থিত হননি।
এর আগে পিটিআই দলের এমপিরা পাকিস্তানে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার জন্য যে পদত্যাগপত্র দিয়েছেন তা গ্রহণ করার জন্য স্পিকারের প্রতি অনুরোধ জানান। এ পরিপ্রেক্ষিতে স্পিকার তেহরিকে ইনসাফ পার্টির এমপিদের প্রত্যেককে সংসদে উপস্থিত হয়ে তার সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাতের কথা বলেন। কিন্তু পিটিআই এমপিরা তাতে রাজি হননি। তারা বলেছেন, তারা যে পদত্যাগপত্র জমা দিয়েছেন তা গ্রহণ করতে হবে, অন্যথায় তারা আদালতের দ্বারস্থ হবেন।
গত এপ্রিল মাসে পিটিআই দলের এমপিরা জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার জন্য গণভাবে পদত্যাগপত্র জমা দেন কিন্তু এখনো পর্যন্ত স্পিকার তা গ্রহণ করেননি। নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ এবং পিপলস পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দল মিলে ইমরান খানের সরকারের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব আনে এবং এক পর্যায়ে সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রী ইমরান খানসহ পিটিআই দলের শীর্ষ পর্যায় নেতারা সে সময় বারবার বলেছেন, আমেরিকার চাপে বিরোধী রাজনৈতিক দলগুলো সরকার পতনের ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে। অনাস্থা প্রস্তাব পাসের প্রতিবাদে পিটিআই দলের এমপিরা সংসদ থেকে পদত্যাগ করেন এবং নতুন নির্বাচনের দাবি জানান। কিন্তু এখন পর্যন্ত ইমরান খান ও তার দলের নেতাদের দাবি মেনে দেশে নতুন নির্বাচনে দেয়া হয়নি।
পাকিস্তানের জাতীয় ঐক্য সরকারের পক্ষ থেকে ইমরান খানের এই পদক্ষেপকে তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ইউটার্ন বলে অভিহিত করেছেন। তারা বলছেন, ইমরান খানের এই পদক্ষেপ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত।#
পার্সটুডে/এসআইবি/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।