জানুয়ারিতে আবার ধর্মঘটে যাচ্ছেন ব্রিটিশ নার্সরা, হতাশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক
https://parstoday.ir/bn/news/world-i117564-জানুয়ারিতে_আবার_ধর্মঘটে_যাচ্ছেন_ব্রিটিশ_নার্সরা_হতাশ_প্রধানমন্ত্রী_ঋষি_সুনাক
ব্রিটেনের হাজার হাজার নার্স আগামী জানুয়ারি মাসে নতুন করে ধর্মঘটে যাচ্ছেন। বেতন-ভাতা বৃদ্ধি এবং উন্নত কাজের পরিবেশের দাবিতে এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৪, ২০২২ ১৩:২৩ Asia/Dhaka
  • জানুয়ারিতে আবার ধর্মঘটে যাচ্ছেন ব্রিটিশ নার্সরা, হতাশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

ব্রিটেনের হাজার হাজার নার্স আগামী জানুয়ারি মাসে নতুন করে ধর্মঘটে যাচ্ছেন। বেতন-ভাতা বৃদ্ধি এবং উন্নত কাজের পরিবেশের দাবিতে এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

গতকাল শুক্রবার ব্রিটেনের নার্সদের রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন দ্যা রয়েল কলেজ অব নার্সিং এই ধর্মঘটের ঘোষণা দেয়। সংস্থাটি বলেছে, আগামী ১৮ এবং ১৯ জানুয়ারি পরপর দুইদিন ব্রিটেনের হাজার হাজার নার্স ধর্মঘটে অংশ নেবেন। তবে নতুন বছরে এই তারিখ আবার নিশ্চিত করা হবে। এর আগে ব্রিটিশ নার্সরা গত ১৫ এবং ২০ ডিসেম্বর ধর্মঘটে অংশ নেন।

এদিকে, গতকাল শুক্রবার ব্রিটিশ বিমানবন্দরগুলোর পাসপোর্ট কন্ট্রোল স্টাফরা কর্মবিরতি শুরু করেছেন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই কর্মবিরতি চলবে। 

এদিকে, এক হাজারের বেশি বর্ডার ফোর্স স্টাফ ধর্মঘট শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটেনের নার্স, প্যারামেডিক্স এবং রেল ও পোস্টাল সেক্টরের শ্রমিকরা ধর্মঘটে অংশ নেয়ার পর বর্ডার ফোর্স তাতে অংশ নিতে যাচ্ছে।

নার্সদের ধর্মঘটের পর ব্রিটিশ সরকার শতকরা ২ ভাগ বেতন বাড়ালেও নার্সরা তাতে খুশি নন। তারা বলছেন, ব্রিটেনে মুদ্রাস্ফীতি ঘটেছে ১০.৭ ভাগ, সে জায়গায় মাত্র দুই ভাগ বেতন বাড়ানো গ্রহণযোগ্য নয়।

ব্রিটেনের নার্স এবং অন্যান্য শ্রমিক সংগঠনের ধর্মঘটের নতুন ঘোষণায় প্রধানমন্ত্রী ঋষি সুনাক হতাশা প্রকাশ করেছেন। তবে তিনি এই ধর্মঘটের কাছে নতি স্বীকার করবেন না বলে জানিয়েছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর ইউরোপের বিভিন্ন দেশে যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে তারই অংশ হিসেবে ব্যাপকভাবে মুদ্রাস্ফীতি ঘটেছে এবং জনজীবনে এর বিরাট নেতিবাচক প্রভাব পড়েছে। নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে দৈনন্দিন খরচ বেড়েছে অনেক গুণ।#

পার্সটুডে/এসআইবি/২৪