আমেরিকা ইউক্রেনের বাইরে নিয়ে যাচ্ছে জীবাণু অস্ত্রের গবেষণা: রাশিয়া
(last modified Sun, 25 Dec 2022 06:51:56 GMT )
ডিসেম্বর ২৫, ২০২২ ১২:৫১ Asia/Dhaka
  • আমেরিকা ইউক্রেনের বাইরে নিয়ে যাচ্ছে জীবাণু অস্ত্রের গবেষণা: রাশিয়া

রাশিয়ার জীবাণু ও রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইগোর কিরিলভ বলেছেন, ইউক্রেনের ভূখণ্ড থেকে আমেরিকা জীবাণু অস্ত্রের অবৈধ গবেষণা কর্মসূচি সরিয়ে নিচ্ছে। জীবাণু অস্ত্র গবেষণাগার সম্পর্কে গোপন তথ্য ফাঁসের পর আমেরিকা এই পদক্ষেপ নিচ্ছে।

রুশ কমান্ডার বলেন, গবেষণা কর্ম অসমাপ্ত অবস্থায় পেন্টাগন তা অন্য কোনো দেশে সরিয়ে নেয়ার জোর চেষ্টা চালাচ্ছে। এই কর্মসূচি মধ্য এশিয়া এবং পূর্বে ইউরোপের কোন দেশে নেয়া হতে পারে বলে ইগোর কিরিলভ জানান।

তিনি বলেন, মার্কিনীরা ক্যাম্বোডিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কেনিয়া এবং আফ্রিকা অঞ্চলের আরো কয়েকটি দেশের সঙ্গে জীবাণু অস্ত্রের গবেষণা নিয়ে সহযোগিতা জোরদার করছে। যেসব দেশের কাছে এ ধরনের গবেষণাগার রয়েছে তাদের সঙ্গে সহযোগিতা করতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর খুবই আগ্রহী।

ইগোর কিরিলভ জানান, ইউক্রেনে অবৈধভাবে জীবাণু অস্ত্রের গবেষণা পরিচালনার বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল উইপন্সের বার্ষিক সম্মেলনে তথ্য তুলে ধরা হয়। গত ২৮ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত জেনেভায় ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওই সম্মেলনে মার্কিন বাহিনীর জীবাণু অস্ত্রের গবেষণা সম্পর্কিত তৎপরতা নিয়ে তথ্য-উপাত্তসহ প্রমাণ তুলে ধরা হয়। এই গবেষণা কর্মকাণ্ডে আমেরিকা কী পরিমাণে অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও লোকবল দিয়ে সমর্থন দিয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

রুশ কমান্ডার জানান, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর আমেরিকার ওই অবৈধ কর্মসূচি সম্পর্কে তথ্য পাওয়া যায়। তিনি জানান, রাজধানী কিয়েভসহ কয়েকটি জায়গায় আমেরিকা এই গবেষণা কর্মসূচি পরিচালনা করে আসছে।#
পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।