কুরিল দ্বীপপুঞ্জের কাছে হঠাৎ করে যে কারণে রাশিয়া-জাপান উত্তেজনা
https://parstoday.ir/bn/news/world-i118002-কুরিল_দ্বীপপুঞ্জের_কাছে_হঠাৎ_করে_যে_কারণে_রাশিয়া_জাপান_উত্তেজনা
প্রশান্ত মহাসাগরে বিতর্কিত একগুচ্ছ দ্বীপের কাছে জাপানের সমরাস্ত্র মোতায়েনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। মস্কো বলেছে, দেশটি এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারে। রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো গতকাল (মঙ্গলবার) দেশটির ইতার-তাস বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৪, ২০২৩ ০৯:৫৪ Asia/Dhaka
  • কুরিল দ্বীপপুঞ্জের কাছে হঠাৎ করে যে কারণে রাশিয়া-জাপান উত্তেজনা

প্রশান্ত মহাসাগরে বিতর্কিত একগুচ্ছ দ্বীপের কাছে জাপানের সমরাস্ত্র মোতায়েনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। মস্কো বলেছে, দেশটি এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারে। রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো গতকাল (মঙ্গলবার) দেশটির ইতার-তাস বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

গতমাসে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সে সেদেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এনএইচকে জানায়, হোক্কাইডো দ্বীপে সুপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে টোকিও।

এই দ্বীপটি এমন একটি দ্বীপপুঞ্জ থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত যেটিকে রাশিয়া কুরিল দ্বীপপুঞ্জ বলে এবং জাপান যেটির নাম দিয়েছে উত্তরাঞ্চলীয় ভূখণ্ড। কুরিল দ্বীপপুঞ্জ জাপানের উত্তর প্রান্তে এবং রাশিয়ার পূর্বতম প্রান্তে ওখোৎস্ক সাগরে অবস্থিত।

রুদেনকো বলেন, হোক্কাইডোতে ক্ষেপণাস্ত্র মোতায়েনের জাপানি পরিকল্পনা রাশিয়ার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। তিনি আরো বলেন, এ ধরনের কাজকর্ম চলতে থাকলে আমরাও রুশ সেনাবাহিনীর সামনে থাকা চ্যালেঞ্জ  দূর করতে পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হবো।

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা টোকিওর কর্মকাণ্ডকে আমাদের দেশ এবং গোটা এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য ভয়ঙ্কর হুমকি মনে করছি।”

কুরিল দ্বীপপুঞ্জের ওপর সাবেক সোভিয়েত ইউনিয়নের দখলদারিত্বের কারণে জাপান ও রাশিয়া আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শত্রুতা এখনও শেষ করেনি। কুরিল দ্বীপপুঞ্জে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে সামরিক ঘাঁটি সংরক্ষণ করে এসেছে রাশিয়া এবং সেখানে রুশ  ক্ষেপণাস্ত্রও মোতায়েন রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।