গুয়ান্তানামো কলঙ্ক দ্রুত মুছে ফেলুন: বাইডেনকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
(last modified Wed, 11 Jan 2023 12:15:15 GMT )
জানুয়ারি ১১, ২০২৩ ১৮:১৫ Asia/Dhaka
  • গুয়ান্তানামোতে আটক কয়েক জন ব্যক্তি
    গুয়ান্তানামোতে আটক কয়েক জন ব্যক্তি

গুয়ান্তামো বন্দিশিবির বন্ধের মাধ্যমে কলঙ্কের দাগ মুছে ফেলার জন্য মার্কিন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আমেরিকা মহাদেশ বিষয়ক পরিচালক এরিকা গাবারা রুসাস বলেছেন, দেশের আইন লঙ্ঘন করে বহির্বিশ্বে গুয়ান্তামো বন্দিশিবির স্থাপনের পর ২১ বছর পার হয়েছে। কিন্তু এখনও এই কলঙ্কজনক স্থাপনাটি বন্ধ করা হয়নি, এখনও সেখানে ৩৫ জনকে আটকে রেখেছে আমেরিকা।

তিনি আরও বলেন, যাদেরকে গুয়ান্তানামোতে আটক রাখা হয়েছে তাদের বেশির ভাগই কোনো দিনই কোনো অপরাধে অভিযুক্ত হয়নি। কোনো আদালতে আজ পর্যন্ত তাদের বিচার হয়নি। বিনা বিচারে তাদেরকে আটক রাখা হয়েছে।

এরিকা গাবারা রুসাস বলেছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ পর্যালোচনার জন্য যে সামরিক কমিশন গঠন করা হয়েছিল সেগুলো ন্যায়ভিত্তিক ছিল না। আটক ব্যক্তিদেরকে নিরপেক্ষ কোনো আইনজীবী রাখতে দেওয়া হয়নি এবং কোনো ধরণের নথি প্রাপ্তির সুযোগ পাননি আসামীরা।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে যত দ্রুত সম্ভব এই কলঙ্ক থেকে রক্ষা পাওয়ার আহ্বান জানিয়ে বলেছে, গুয়ান্তানামোর বন্দিদেরকে দ্রুত এমন সব দেশে স্থানান্তর করতে হবে যেখানে মানুষের অধিকারকে গুরুত্ব দেওয়া হয়।

২০০২ সালের ১১ জানুয়ারি গুয়ান্তানামোতে বন্দিশিবিরটি প্রতিষ্ঠা করে মার্কিন সরকার। এই বন্দিশিবিরকে আমেরিকার মানবাধিকার লঙ্ঘনের জ্বলন্ত প্রমাণ হিসেবে গণ্য করা হয়।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ