হত্যাকাণ্ডের শিকার মা ও শিশু
মধ্য ক্যালিফোর্নিয়ায় এক পরিবারের ৬ জন গুলিতে নিহত
মধ্য ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে ঢুকে মা ও শিশুসহ এক পরিবারের ছয়জনকে গুলি করে হত্যা করেছে দুই বন্দুকধারী। স্থানীয় শেরিফ অফিস একে টার্গেটেড কিলিং ও গ্যাং সম্পৃক্ত ঘটনা বলে উল্লেখ করেছে।
সোমবার সকালে এ ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে এবং নিহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক মা ও তার ছয় মাসের একটি শিশুও রয়েছে। টুলারে কাউন্টি শেরিফ মাইক বিউড্রো সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, দুজনই মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করছে, হত্যাকাণ্ডে জড়িত দুই ব্যক্তি পালিয়ে গেছে।
এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। শেরিফ বিউড্রো বলেন, এই পরিবারটি আগে থেকেই টার্গেটে ছিল বলে ধারণা করা হচ্ছে। ব্যক্তিগত ঘটনা থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং এর মাধ্যমে কাউকে বার্তা দেয়া হয়েছে। এই হত্যাকাণ্ডে একটি গ্যাং জড়িত বলে সন্দেহ করছে স্থানীয় কর্তৃপক্ষ। সপ্তাহখানেক আগে শেরিফ অফিস এ বাড়িতে মাদকের সন্ধানে অভিযান চালিয়েছিল।
স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার ভোররাতে দুই বন্দুকধারী ওই বাড়িতে ঢুকে একাধিক গুলি চালায়। গুলির শব্দ শুনে পাশের বাড়ির এক ব্যক্তি পুলিশকে ফোনে বিষয়টি জানান। এর সাত মিনিট পরেই তিনি ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে গিয়ে তিনি বাড়ির ভেতরে ও বাইরে মরদেহ পড়ে থাকতে দেখেন।#
পার্সটুডে/এসআইবি/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।