দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি:
আঙ্কারায় ইরান-তুর্কিয়ে ফ্রেন্ডশিপ গ্রুপের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত
-
ইরান-তুর্কিয়ে ফ্রেন্ডশিপ গ্রুপের বৈঠক
ইরান এবং তুর্কিয়ের পার্লামেন্টের ফ্রেন্ডশিপ গ্রুপের প্রতিনিধিরা আঙ্কারায় বৈঠক করেছেন। দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন উভয় দেশের প্রতিনিধিরা।
বার্তা সংস্থা ইরানপ্রেস জানিয়েছে, ইরান-তুর্কিয়ে পার্লামেন্টের ফ্রেন্ডশিপ গ্রুপের ইরানি প্রতিনিধি দলের প্রধান আদেল নাজাফযাদেহ বলেন: দুই দেশেরই বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের পরিকল্পনা রয়েছে। দু'দেশের বাণিজ্যে ৩০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জনের সুবিধার্থে ইরান ও তুরস্কের মধ্যে একটি সীমান্ত বিনিময় পরিষদ গঠনের আহ্বান জানান নাজাফযাদেহ।
এদিকে ইরান-তুর্কিয়ে পার্লামেন্টের ফ্রেন্ডশিপ গ্রুপের তুর্কিয়ে পক্ষের প্রধান ওসমান নুরি গুল-অচরও সংসদীয় সংলাপ প্রক্রিয়া অব্যাহত রাখার উপর জোর দিয়ে বলেছেন: দু-দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তুরস্কের জাতীয় সংসদের প্রতিনিধিদের সাথে আলোচনা শেষে ইরানের মজলিসে শুরার প্রতিনিধিরা তুরস্কের জাতীয় সংসদের স্পিকার মোস্তফা শেনটোপের সাথে দেখা করেন। ওই সাক্ষাতে তারা দ্বিপক্ষীয় নানা বিষয়ে কথাবার্তা বলেন।
ইরান ও তুরস্কের পার্লামেন্ট ফ্রেন্ডশিপ গ্রুপের পরবর্তী বৈঠক তেহরানে আয়োজনে অনুষ্ঠিত হবে বলে কথা হয়েছে।#
পার্সটুডে/এনএম/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।