চীনের সাথে আমেরিকার ২০২৫ সালে যুদ্ধ হতে পারে, প্রস্তুতি নেয়ার নির্দেশ
https://parstoday.ir/bn/news/world-i119012-চীনের_সাথে_আমেরিকার_২০২৫_সালে_যুদ্ধ_হতে_পারে_প্রস্তুতি_নেয়ার_নির্দেশ
মার্কিন বিমান বাহিনীর চার তারকা বিশিষ্ট একজন জেনারেল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ২০২৫ সালে তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সাথে ওয়াশিংটনের যুদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য তিনি বিমান বাহিনীর কমান্ডারদেরকে নিজ নিজ ইউনিট সর্বোচ্চ মাত্রায় প্রস্তুত রাখার কথা বলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৮, ২০২৩ ১৯:৩৯ Asia/Dhaka
  • জেনারেল মাইক মিনিহান
    জেনারেল মাইক মিনিহান

মার্কিন বিমান বাহিনীর চার তারকা বিশিষ্ট একজন জেনারেল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ২০২৫ সালে তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সাথে ওয়াশিংটনের যুদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য তিনি বিমান বাহিনীর কমান্ডারদেরকে নিজ নিজ ইউনিট সর্বোচ্চ মাত্রায় প্রস্তুত রাখার কথা বলেছেন।

মার্কিন বিমান বাহিনীর মোবিলিটি কমান্ডের চিফ জেনারেল মাইক মিনিহান বলেন, "আমার কথা ভুল প্রমাণিত হোক তবে আমি মনে করি ২০২৫ সালে যুদ্ধ হবে।” জেনারেল মিনিহ্যান বলেন, প্রাথমিক লক্ষ্য হলো প্রতিরোধ করা, তবে প্রয়োজন হলে চীনকে পরাজিত করতে হবে। এ বিষয়ে তিনি একটি লিখিত নির্দেশনা সমস্ত এয়ার উইং  কমান্ডারের কাছে পাঠিয়েছেন।
পেন্টাগনের মুখপাত্র জেনারেল মিনিহানের এই লিখিত নির্দেশনার বিষয়টি স্বীকার করেছেন তবে তিনি বলেছেন, এটি চীন বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে না।#
পার্সটুডে/এসআইবি/এনএম/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।