ইউক্রেন সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
(last modified Mon, 20 Feb 2023 12:30:58 GMT )
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১৮:৩০ Asia/Dhaka
  • জো বাইডেন-জেলেনস্কি
    জো বাইডেন-জেলেনস্কি

মার্কিন  প্রেসিডেন্ট জো বাইডেন আজ (সোমবার) ইউক্রেন সফরে গেছেন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া এক বছর আগে সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম তিনি দেশটি সফরে গেলেন।

বাইডেন ইউক্রেনে পৌঁছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মিখাইলোভস্কি গির্জায় সাক্ষাৎ করেন। ইউক্রেনের সংবাদমাধ্যমগুলো এই সাক্ষাতের ছবি এবং ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় প্রেসিডেন্ট বাইডেন এবং জেলেনস্কি পাশাপাশি হাঁটছেন; তাদের সাথে রয়েছে নিরাপত্তা প্রহরী।
জো বাইডেন সফর সম্পর্কে বলেন, ইউক্রেনের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি আমেরিকার সমর্থন পুনবক্ত করার জন্য তিনি এই সাক্ষাৎকারে মিলিত হন। হোয়াইট হাউস থেকে এমনই বিবৃতি দেয়া হয়েছে।
জো বাইডেন বলেন, তিনি ইউক্রেনকে নতুন ধরনের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম সরবরাহ করার কথা ঘোষণা করবেন যার মধ্যে থাকবে আর্টিলারি গোলা, ট্যাংক বিধ্বংসী ব্যবস্থা এবং রাডার। এছাড়া, চলতি সপ্তাহের শেষ দিকে রাশিয়ার বিরুদ্ধে বাড়তি নিষেধাজ্ঞার ঘোষণা দেবেন বলেও বাইডেন জানান।#
পার্সটুডে/এসআইবি/এনএম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।