অর্থনীতির সংকট অনেক গভীরে
একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে মার্কিন ব্যাংক
আমেরিকায় আরো একটি জনপ্রিয় ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গতকাল ১২ই মার্চ বন্ধ হয়ে গেছে নিউইয়র্কভিত্তিক আমেরিকার সিগনেচার ব্যাংক।
সিলিকন ভ্যালি ব্যাংক নামে আমেরিকার একটি বড় ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার তিন দিনের মাথায় বন্ধ হয়ে গেলো সিগনেচার ব্যাংক। এ সিলিকন ভ্যালি ব্যাংকের মতো এই ব্যাংকটিরও গচ্ছিত অর্থ ও যাবতীয় নথিপত্র অধিগ্রহণ করেছে সরকার। তার আগে গত বুধবার বন্ধ হয়ে যায় ক্যালিফোর্নিয়ার সিলভারগেইট ব্যাংক।
খবরে বলা হয়েছে, সিলিকন ভ্যালি বন্ধ হয়ে যাওয়া নিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভ, ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন এবং ট্রেজারি দপ্তর। এতে বলা হয়েছে, আমানতকারীরা সোমবার থেকে তাদের সমস্ত অর্থের নিয়ন্ত্রণ নিতে পারবে। ওই বিবৃতিতেই সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি ঘোষণা করা হয়। সিগনেচার ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ছিল ১১০ বিলিয়ন ডলার এবং তাদের আমানত আছে ৮৮ বিলিয়ন ডলার।
বিবৃতিতে আরো বলা হয়, ফেডারেল রিজার্ভ ঘোষণা করেছে- তারা আমানতকারীদের চাহিদা মেটাতে সাহায্য করার জন্য ব্যাংকগুলোকে অতিরিক্ত তহবিল দেবে।
২০০৮ সালের আর্থিক সংকটের পরে গৃহীত সংস্কারের কারণে মার্কিন ব্যাংকিং ব্যবস্থা বেশ শক্তিশালী ভিত্তির উপরে রয়েছে। তা সত্ত্বেও পরপর দুটি ব্যাংক হয়ে গেল। তাতে ধারণা করা হচ্ছে, মার্কিন অর্থনৈতিক সংকট অনেক গভীরে। জানা গেছে, গ্রাহকদের মাঝে জনপ্রিয় ছিল নিউইয়র্কের সিগনেচার ব্যাংক।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।