ইউক্রেনের বর্তমান পরিস্থিতির জন্য ২০১৪ সালের রঙিন বিপ্লব দায়ী: পুতিন
(last modified Thu, 06 Apr 2023 08:21:35 GMT )
এপ্রিল ০৬, ২০২৩ ১৪:২১ Asia/Dhaka
  • ইউক্রেনের বর্তমান পরিস্থিতির জন্য ২০১৪ সালের রঙিন বিপ্লব দায়ী: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোয় নিযুক্ত মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের ভর্ৎসনা করে বলেছেন, মস্কোর সঙ্গে সম্পর্কের নাটকীয় অবনতির জন্য এসব দেশ দায়ী। তিনি বুধবার ক্রেমলিনে এক অনুষ্ঠানে এসব রাষ্ট্রদূতের উদ্দেশে দেয়া এক বক্তব্যে এ মন্তব্য করেন।

পুতিন মস্কোয় নিযুক্ত নয়া মার্কিন রাষ্ট্রদূত লিন ট্র্যাসিকে উদ্দেশ করে বলেন, ২০১৪ সালে ইউক্রেনের একটি অভ্যুত্থানের প্রতি ওয়াশিংটনের সমর্থনের কারণে ইউক্রেনের চলমান সংকট তৈরি হয়েছে। রুশ প্রেসিডেন্ট বলেন, “ম্যাডাম রাষ্ট্রদূত, আপনি আমার সঙ্গে একমত নাও হতে পারেন, কিন্তু আমি না বলে পারছি না যে, ২০১৪ সালে কথিত রঙিন বিপ্লবের প্রতি ওয়াশিংটনের সমর্থনের কারণেই আজকের ইউক্রেন সংকট সৃষ্টি হয়েছে।”

২০১০ সালের জানুয়ারিতে ইউক্রেনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন সমর্থিত প্রার্থী ভিক্টর ইয়ুশ্চেঙ্কো শোচনীয়ভাবে পরাজিত হন এবং রুশ-পন্থি প্রার্থী ভিক্টর ইয়ানুকোভিচ বিজয়ী হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন। কিন্তু বিষয়টিকে ভালোভাবে নেয়নি পশ্চিমা দেশগুলো। ২০১৪ সালে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্রদের প্রত্যক্ষ হস্তক্ষেপে ইউক্রেনে ‘কমলা বিপ্লব’ নামে একটি অভ্যুত্থান সংঘটিত হয় এবং রুশপন্থি প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হন। এরপর ইউক্রেনকে ক্রমাগতভাবে একটি রুশবিরোধী চরিত্র হিসেবে দাঁড় করায় পশ্চিমারা এবং তারা ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চূড়ান্ত করে। এ অবস্থায় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে যা এখনও চলছে।

রুশ প্রেসিডেন্ট বুধবার ক্রেমলিনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রোনালন্ড গ্যালহ্যারাককে উদ্দেশ করে বলেন, “ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সঙ্গে একটি ভূকৌশলগত সংঘাত শুরু করেছে।” তিনি দু’পক্ষেরই অর্থনৈতিক স্বার্থে এসব সংঘাতের পথ পরিহার করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।