বার্থডে পার্টিতে নির্বিচারে গুলিবর্ষণ; নিহত ৪, আহত ২৮
https://parstoday.ir/bn/news/world-i122064-বার্থডে_পার্টিতে_নির্বিচারে_গুলিবর্ষণ_নিহত_৪_আহত_২৮
আমেরিকার অ্যালাবামা অঙ্গরাজ্যের ডেডভিল শহরে একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠানে নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় অন্তত চারজন নিহত এবং ২৮ জন আহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৭, ২০২৩ ১৭:০৩ Asia/Dhaka
  • বার্থডে পার্টিতে নির্বিচারে গুলিবর্ষণ; নিহত ৪, আহত ২৮

আমেরিকার অ্যালাবামা অঙ্গরাজ্যের ডেডভিল শহরে একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠানে নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় অন্তত চারজন নিহত এবং ২৮ জন আহত হয়েছে।

স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে দশটায় এই বন্দুক সহিংসতার ঘটনা ঘটে বলে অ্যালাবামার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল সকালে এক বিবৃতিতে জানিয়েছে।
ডেডভিল পুলিশ প্রধানের অনুরোধে ল এনফোর্সমেন্ট এজেন্সির স্পেশাল এজেন্টরা এই হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত শুরু করেছে। তবে এ ব্যাপারে অ্যালাবামা ল ইনফোর্সমেন্ট এজেন্সি বিস্তারিত কিছু জানায়নি। এই ঘটনায় যে ২৮ জন আহত হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

হামলার সন্দেহভাজন ব্যক্তি এবং আটক বা গ্রেপ্তার প্রসঙ্গে কর্তৃপক্ষ কোনকিছু জানায়নি। তবে পুলিশ শুধু বলেছে, এলাকায় জননিরাপত্তা ঝুঁকির মুখে নেই।
সেন্ট্রাল অ্যালাবামা ক্রাইম স্টপার্স নামের একটি সংস্থা হামলাকারী সম্পর্কে তথ্য দিতে পারলে পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে।

এদিকে, ডেডভিলে বন্দুক সহিংসতায় নিহত চারজনের মধ্যে একজন স্টার হাই স্কুলের ফুটবল খেলোয়াড় বলে জানা গেছে। গোলাগুলিতে তার মাও আহত হয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।