এপ্রিল ১৮, ২০২৩ ১৭:৪০ Asia/Dhaka
  • মেদভেদেভ
    মেদভেদেভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদেভেদেভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সমালোচনা করে বলেছেন, আমেরিকার পরমাণু বোমা হামলার শিকার জাপানের মানুষ এখনো বিভিন্ন সমস্যায় ভুগছেন, কিন্তু স্বীকার করতে ব্যর্থ হয়েছেন যে, তার দেশ জাপানের ওপর পরমাণু বোমা হামলা চালিয়েছিল।

মেদভেদেভ বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পরমাণু ইস্যুতে বিভিন্ন দেশের সমালোচনা করেন কিন্তু নিজের দেশ জাপানের ওপরে পরমাণু বোমা হামলা চালিয়েছে সে কথা বলেন না।

আজ (মঙ্গলবার) জাপানের কারউইজাওয়া শহরে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে সাংবাদিকরা ব্লিনকেনকে প্রশ্ন করেন, পরমাণু মুক্ত বিশ্ব গড়ার ধারণা কতদূর এগিয়েছে। জবাবে তিনি বলেন, ১৯৪৫ সালে পরমাণু বোমা হামলার ফলে জাপানের মানুষ যে অভূতপূর্ব ধ্বংসযজ্ঞ ও বিপুল মানবিক দুর্ভোগের শিকার হয়েছিল তার সবচেয়ে শক্তিশালী অনুস্মারক হচ্ছে হিরোশিমা ও নাগাসাকি।

ব্লিনকেনের এই বক্তব্যের জের ধরে মেদভেদেভ বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পরমাণু বোমা হামলার কথা বললেও ওই হামলা যে তার দেশ চালিয়েছিল সে কথা উল্লেখ করেননি। তিনি আরো বলেন, কী ধরনের প্রতারক মানুষ তারা। তারা পরমাণু বোমা হামলা চালিয়ে অপরাধ করেছে কিন্তু কখনো দুঃখ প্রকাশ করে না।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ