মার্কিন সাংবাদিককে মুক্তি দেয়ার আবেদন খারিজ করল রাশিয়ার আদালত
https://parstoday.ir/bn/news/world-i122134-মার্কিন_সাংবাদিককে_মুক্তি_দেয়ার_আবেদন_খারিজ_করল_রাশিয়ার_আদালত
গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় আটক একজন মার্কিন সাংবাদিকের বিচার শুরু হওয়ার আগ পর্যন্ত তাকে বন্দিদশা থেকে মুক্তি দেয়ার যে আবেদন জানানো হয়েছিল তা খারিজ করে দিয়েছে রাশিয়ার একটি আদালত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৯, ২০২৩ ১৩:৩৭ Asia/Dhaka
  • মার্কিন সাংবাদিককে মুক্তি দেয়ার আবেদন খারিজ করল রাশিয়ার আদালত

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় আটক একজন মার্কিন সাংবাদিকের বিচার শুরু হওয়ার আগ পর্যন্ত তাকে বন্দিদশা থেকে মুক্তি দেয়ার যে আবেদন জানানো হয়েছিল তা খারিজ করে দিয়েছে রাশিয়ার একটি আদালত।

৩১ বছর বয়সি মার্কিন সাংবাদিক ইভান গের্শকোভিচকে গত ২৯ মার্চ রাশিয়ার চতুর্থ-বৃহত্তম শহর ইয়াকাতেরিবুর্গ থেকে আটক করে দেশটি গোয়েন্দা সংস্থা এফএসবি। গের্শকোভিচ রাশিয়ায় অবস্থান করে ইউক্রেন যুদ্ধ সম্পর্কে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে প্রতিবেদন পাঠাচ্ছিলেন। রুশ গোয়েন্দা সংস্থা অভিযোগ করেছে, ওই মার্কিন সাংবাদিক রাশিয়ার একটি সামরিক ফ্যাক্টরির গোপন তথ্য সংগ্রহ করার চেষ্টা করছিলেন।

গতকাল (মঙ্গলবার) ওই মার্কিন সাংবাদিক তাকে বিচারের শুনানির আগ পর্যন্ত জামিনে মুক্তি দেয়ার আবেদন জানাতে আদালতে হাজির হন। কিন্তু আদালত তার আবেদন নামঞ্জুর করে আগামী ২৯ মে পর্যন্ত তাকে আটক রাখার নির্দেশ দিয়েছেন। কর্তৃপক্ষ চাইলে এই আটকাদেশের মেয়াদ বাড়াতে পারবে।

ওয়াল স্ট্রিট জার্নালের পক্ষ থেকে নিয়োগ করা আইনজীবীরা ৪,৯০,০০০ পাউন্ড জামিনের বিনিময়ে তাকে মুক্তি দেয়া কিংবা তাকে গৃহবন্দি রাখার আবেদন জানিয়েছিলেন। মার্কিন সাংবাদিকের আইনজীবী তাতিয়ানা নোঝকিনা তার মক্কেলকে নির্দোষ দাবি করেছেন।

মার্কিন সরকার এবং ওয়াল স্ট্রিট জার্নাল উভয়ে গের্শকোভিচের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছে। মস্কোর লেফোরতোভো কারাগারে ওই মার্কিন সাংবাদিককে আটক রাখা হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।