এপ্রিল ২৪, ২০২৩ ১৯:৫৯ Asia/Dhaka
  • ক্রিমিয়া বন্দরের ওপর ড্রোন হামলা রুখে দিল রাশিয়া

ক্রিমিয়ার সেবাস্তোপোল বন্দরে একটি ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়ার সামরিক বাহিনী। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বন্দরে ড্রোন হামলার চেষ্টা হয়েছে তবে তাতে কোন ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো ঘটনা ঘটেনি। হামলায় দুটি ড্রোন অংশ নেয়।

ক্রিমিয়ার গভর্নর মিখাইল রাজোঝায়েব আজ (সোমবার) জানান, গতরাত সাড়ে তিনটার সময় ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালানো হয় তবে সে হামলা প্রতিহত করা হয়েছে।

তিনি জানান- একটি ড্রোন ধ্বংস করা হয়েছে, অন্যটি বিস্ফোরিত হয়েছে।
গভর্নর মিথাইল রাজভোঝায়েব বলেন, শহরের পরিস্থিতি শান্ত রয়েছে তবে সমস্ত সেনা যুদ্ধের প্রস্তুতি নিয়ে তৈরি।
ক্রিমিয়া উপদ্বীপ ২০১৪ সালে গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হয় এবং সেখানে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের প্রধান ঘাঁটি।

তবে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার এই ঘাঁটি হামলার মুখে পড়েছে।
গত অক্টোবরে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহর ড্রোন হামলার মুখে পড়ে। রাশিয়া সে সময় সে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছিল।#
পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ