মে ০১, ২০২৩ ১৫:৪৪ Asia/Dhaka
  • মারিয়া জাখারোভা
    মারিয়া জাখারোভা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার দেশের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে পোল্যান্ডকে সতর্ক করেছেন। ওয়ারশ'তে রাশিয়ার দূতাবাসের স্কুল জব্দ করার ব্যাপারে মস্কো এই সতর্কতা জানালো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতরাতে রাশিয়া-ওয়ান টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে ওই কঠোর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন পোল্যান্ডের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার অধিকার মস্কোর রয়েছে। 

পোল্যান্ডে রাশিয়ার রাষ্ট্রদূত "সের্গেই অ্যান্ড্রিভ"ও বলেছেন: যে ওয়ারশ'তে যে ভবনে রুশ স্কুলটি অবস্থিত সেটি একটি কূটনৈতিক ভবন। ওই ভবন দখল করার অধিকার পোলিশ কর্তৃপক্ষের নেই বলে তিনি মন্তব্য করেন।

রাশিয়ার সঙ্গে কিয়েভের অন্যতম মিত্রদেশ পোল্যান্ডের উত্তেজনা বেড়ে গেছে।

২০২২ সালের মার্চ মাসে পোল্যান্ড ঘোষণা করেছিল, রাশিয়ার ৪৫ জন সন্দেহভাজন কূটনীতিককে বহিষ্কার করা হবে। গোয়েন্দা তৎপরতায় লিপ্ত থাকার সন্দেহে রাশিয়ার ওই ৪৫ জন কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল পোলিশ সরকার।#

পার্সটুডে/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ