ইউক্রেন সংঘাতের বিস্তৃতি ঘটাতে ওয়াশিংটন বাজি ধরেছে: রিয়াবকভ
https://parstoday.ir/bn/news/world-i122830-ইউক্রেন_সংঘাতের_বিস্তৃতি_ঘটাতে_ওয়াশিংটন_বাজি_ধরেছে_রিয়াবকভ
মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া ‘সরাসরি সামরিক সংঘাতের’ দ্বারপ্রান্তে রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তিনি বলেছেন, “আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ককে একটি সরাসরি সশস্ত্র সংঘাতের হাত থেকে রক্ষা করার জন্য কাজ করছি।”
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৬, ২০২৩ ০৯:৩১ Asia/Dhaka
  • ইউক্রেন সংঘাতের বিস্তৃতি ঘটাতে ওয়াশিংটন বাজি ধরেছে: রিয়াবকভ

মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া ‘সরাসরি সামরিক সংঘাতের’ দ্বারপ্রান্তে রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তিনি বলেছেন, “আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ককে একটি সরাসরি সশস্ত্র সংঘাতের হাত থেকে রক্ষা করার জন্য কাজ করছি।”

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আবাসিক প্রাসাদ ক্রেমলিনে একটি সন্দেহভাজন ড্রোন আঘাত করার দুদিন পর এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন রিয়াবকভ। মস্কো ওই ড্রোন হামলার জন্য ইউক্রেনের পাশাপাশি আমেরিকাকে দায়ী করেছে। রাশিয়া বুধবার বলেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করার উদ্দেশ্য মার্কিন পৃষ্ঠপোষকতায় ইউক্রেন ক্রেমলিনে ড্রোন হামলা চালিয়েছে।

রুশ নিউজ চ্যানেল আরটিকে দেয়া সাক্ষাৎকারে উপ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “আমরা এরই মধ্যে সরাসরি সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে রয়েছি।”

রিয়াবকভ তার সাক্ষাৎকারে ‘রুশ-আতঙ্ক’ ছড়ানোর মার্কিন নীতির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ওয়াশিংটনকে আগে ‘নিজের নিরাপত্তা’ নিয়ে ভাবতে হবে। রাশিয়ার এই শীর্ষস্থানীয় কূটনীতিক বলেন, রাশিয়ার বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়ে দিয়ে আমেরিকা যে পরিস্থিতি তৈরি করছে তাতে ওয়াশিংটনের উচিত  নিজের নিরাপত্তার কথা চিন্তা করা।

রিয়াবকভ বলেন, “ইউক্রেন সংঘাতের ব্যাপারে মস্কো ও কিয়েভের মধ্যে এই মুহূর্তে কোনো কূটনৈতিক প্রচেষ্টা সম্ভব নয় কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই সংঘাতের বিস্তৃতি ঘটাতে বাজি ধরেছে।” ওয়াশিংটন রাশিয়ার বিরুদ্ধে ‘হাইব্রিড যুদ্ধ’ শুরু করেছে বলে তিনি অভিযোগ করেন। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ৬