রুশ নাগরিকদের হত্যার হুমকি ইউক্রেনের সন্ত্রাসী ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ 
https://parstoday.ir/bn/news/world-i122980-রুশ_নাগরিকদের_হত্যার_হুমকি_ইউক্রেনের_সন্ত্রাসী_ষড়যন্ত্রে_জড়িত_থাকার_প্রমাণ
রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের গোয়েন্দা প্রধান বিশ্বের যেকোন স্থানে রাশিয়ার নাগরিকদের হত্যার ব্যাপারে যে হুমকি দিয়েছেন তার মধ্যদিয়ে ইউক্রেনের সন্ত্রাসবাদী ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ স্পষ্ট হয়েছে। ইউক্রেনের সেনা গোয়েন্দা প্রধানের বক্তব্যের কঠোর নিন্দা জানান দিমিত্রি পেসকভ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৯, ২০২৩ ১৬:২৮ Asia/Dhaka
  • রুশ নাগরিকদের হত্যার হুমকি ইউক্রেনের সন্ত্রাসী ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ 

রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের গোয়েন্দা প্রধান বিশ্বের যেকোন স্থানে রাশিয়ার নাগরিকদের হত্যার ব্যাপারে যে হুমকি দিয়েছেন তার মধ্যদিয়ে ইউক্রেনের সন্ত্রাসবাদী ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ স্পষ্ট হয়েছে। ইউক্রেনের সেনা গোয়েন্দা প্রধানের বক্তব্যের কঠোর নিন্দা জানান দিমিত্রি পেসকভ।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিল বুদানভ গত সপ্তাহে বিশ্বব্যাপী রুশ নাগরিকদের হত্যার হুমকি দেন। আমেরিকা-ভিত্তিক ইয়াহু নিউজকে বুদানভ বলেন, "আমরা রাশিয়ার নাগরিকদের হত্যা করছি এবং ইউক্রেনের জন্য সম্পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত বিশ্বব্যাপী রুশ নাগরিকদের হত্যা অব্যাহত থাকবে।"
ইউক্রেনের সেনা গোয়েন্দা প্রধানের এই বক্তব্যকে সত্যিকার অর্থে ঘৃণ্য মন্তব্য বলে মন্তব্য করেন পেসকভ। তিনি বলেন, বুদানভ যা বলেছেন তার মধ্যদিয়ে কিয়েভ সরকারের সন্ত্রাসী তৎপরতায় পৃষ্ঠপোষকতা দেয়ার সরাসরি প্রমাণ পরিষ্কার হয়। তারা শুধু সন্ত্রাসী কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা দিচ্ছে না বরং তারা নিজেরাই সন্ত্রাসের সংগঠক।
ইউক্রেনের সেনা গোয়েন্দা প্রধান রাশিয়ার নাগরিকদের হত্যার ব্যাপারে হুমকি দেয়ার পাশাপাশি বলেছেন, "রাশিয়া যাকে সন্ত্রাসবাদ বলছে আমরা তাকে স্বাধীনতা বলছি।"#
পার্সটুডে/এসআইবি/এনএম/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।