তাইওয়ানকে আরও অস্ত্র দেবে মার্কিন যুক্তরাষ্ট্র
https://parstoday.ir/bn/news/world-i123312
তাইওয়ানকে শিগগিরই আরও অস্ত্র দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গতকাল মঙ্গলবার দেশটির আইনপ্রণেতাদের এ কথা জানিয়েছেন। তাইওয়ানকে ৫০ কোটি ডলারের অস্ত্র দেওয়ার পরিকল্পনা করেছে মার্কিন প্রশাসন।  
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ১৭, ২০২৩ ১৯:০৮ Asia/Dhaka
  • লয়েড অস্টিন
    লয়েড অস্টিন

তাইওয়ানকে শিগগিরই আরও অস্ত্র দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গতকাল মঙ্গলবার দেশটির আইনপ্রণেতাদের এ কথা জানিয়েছেন। তাইওয়ানকে ৫০ কোটি ডলারের অস্ত্র দেওয়ার পরিকল্পনা করেছে মার্কিন প্রশাসন।  

প্রতিরক্ষামন্ত্রী অস্টিন বলেছেন, প্রেসিডেনশিয়াল ড্রডাউন অথোরিটির (পিডিএ) মাধ্যমে শিগগিরই তাইওয়ানকে উল্লেখযোগ্য পরিমাণ নিরাপত্তা সহায়তা দেওয়া হবে, যা গত বছর কংগ্রেসে অনুমোদন পেয়েছে।

পিডিএ নিরাপত্তা সহায়তার বিষয়টি দেখভাল করে। এই কর্তৃপক্ষের মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়া হয়েছে। গত বছর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেছিলেন। সে সময় বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল। তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালিয়েছিল চীন।

তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্র। তাইওয়ানের অস্ত্রের সবচেয়ে বড় অংশই আসে যুক্তরাষ্ট্র থেকে। তবে তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে চীন। এ কারণে দেশটি তাইওয়ানকে অস্ত্র সরবরাহকে শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে গণ্য করে।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।