মে ২৭, ২০২৩ ১৬:২৬ Asia/Dhaka
  • জো বাইডেন
    জো বাইডেন

বেলারুশে রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের বিরুদ্ধে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, এই বিষয়ে তিনি চরমভাবে নেতিবাচক মনোভাব পোষণ করেন।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো ঘোষণা করেছেন যে, তার দেশে এরইমধ্যে রুশ পরমাণু অস্ত্র মোতায়েন করা শুরু হয়েছে। এর কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।

লুকাশেনকো বলেন, কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করার পর এই অস্ত্রের নিরাপত্তা নিয়ে রাশিয়ার দুশ্চিন্তার দরকার নেই, কারণ বেলারুশের বাস্তববাদী জনগণ নিজেরাই এই অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করবে।
এদিকে, প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়ার পর আমেরিকায় রাশিয়ার দূতাবাস বলেছে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে রাশিয়া এবং ইউক্রেন স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে।

রাশিয়ার দূতাবাস তাদের বিবৃতিতে আরো বলেছে, রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার পৃষ্ঠপোষকতায় বৃহত্তর হাইব্রিড যুদ্ধের মধ্যে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন তাই করার সার্বভৌম অধিকার রাশিয়ার রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন মেনেই মস্কো নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিয়েছে। বিবৃতিতে বলা হয়, এই অস্ত্রের নিয়ন্ত্রণ এবং তা ব্যবহারের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দুটোই রাশিয়ার হাতে রয়েছে।#
পার্সটুডে/এসআই/ ২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ