ব্রিকসের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে তেহরান ছাড়লেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
(last modified Thu, 01 Jun 2023 10:41:59 GMT )
জুন ০১, ২০২৩ ১৬:৪১ Asia/Dhaka
  • ব্রিকসের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে তেহরান ছাড়লেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনের উদ্দেশ্যে তেহরান ছেড়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। 

গতকাল (বুধবার) টুইটারে দেয়া এক পোস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী তার দক্ষিণ আফ্রিকা যাত্রার কথা ঘোষণা করেন। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা হচ্ছে ব্রিকসের পূর্ণ সদস্য দেশ। 
আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ব্রিকসভুক্ত দেশগুলোতে বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যার বসবাস এবং বিশ্ব অর্থনীতির এক-পঞ্চমাংশের প্রতিনিধিত্ব করে এই জোট। বিশ্বের বারোটির বেশি দেশ ব্রিকসের নতুন সদস্য হতে চায় এবং ইরান তার অন্যতম। ইরান এরইমধ্যে সদস্য পদ পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে।
ব্রিকসের প্রধান উদ্যোক্তা দুই দেশ রাশিয়া এবং চীন ইরানের এই আবেদনকে স্বাগত জানিয়েছে এবং ধীরে ধীরে এই সংস্থা তার সদস্য সংখ্যা বাড়িয়ে বিশ্বের প্রধান ‘পাওয়ারহাউজে’ পরিণত হতে যাচ্ছে।
গত জুনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, ব্রিকসের সম্প্রসারণ প্রক্রিয়া "শুরু হয়েছে," এবং এখানে প্রধান মানদণ্ড হবে আরো কার্যকারিতা নিশ্চিত করা এবং ব্লকের কাজের ব্যবহারিক প্রভাব বাড়ানো।"#
পার্সটুডে/এসআইবি/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ