দেশ কিছুটা উচ্ছন্নে গেছে, এখন সংস্কার জরুরি: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
(last modified Fri, 09 Jun 2023 12:10:37 GMT )
জুন ০৯, ২০২৩ ১৮:১০ Asia/Dhaka
  • আনোয়ার ইব্রাহিম
    আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, মালয়েশিয়া কিছুটা উচ্ছন্নে গেছে, এখন টিকতে হলে সংস্কার করতেই হবে। আল-জাজিরা টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, তিনি মনে করেন, যখন দেশ পরিচালনার কথা আসে, তখন পরিবর্তন করার দায়িত্বটাও তার ওপরই বর্তায়। কারণ, মালয়েশিয়া কিছুটা উচ্ছন্নে গেছে।

আনোয়ার বলেন, ‘একটি সুস্পষ্ট রাজনৈতিক অঙ্গীকার ও পরিবর্তনের সংকল্প না থাকলে আমি মনে করি না যে মালয়েশিয়া টিকে থাকবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আল-জাজিরাকে বলেন, তিনি তার দেশে সংস্কার আনার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেও প্রতিশ্রুতিবদ্ধ।

৭৫ বছর বয়সী আনোয়ার ২০২২ সালের নভেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে দেশটির প্রধানমন্ত্রী হন।

গত শতকের নব্বইয়ের দশকে মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সরকারের উপপ্রধানমন্ত্রী ছিলেন আনোয়ার। একপর্যায়ে তাকে বরখাস্ত করেন মাহাথির। সমকামিতা ও দুর্নীতির অভিযোগে তাকে দুবার কারাগারে যেতে হয়। এরপরও গত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় তার দল।#  

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।